পার্থিব প্যাটেলের অবসর; প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁর প্রথম ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি

স্মৃতির পথ ধরে হেঁটে ১৮ বছরের পুরনো স্মৃতি তুলে ধরলেন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 9, 2020, 08:04 PM IST
পার্থিব প্যাটেলের অবসর; প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁর প্রথম ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পার্থিব প্যাটেল। বিদায় বার্তায় ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন ৩৫ বছর বয়সে পার্থিব। আসলে সৌরভের নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। সেই পার্থিবের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলি। স্মৃতির পথ ধরে হেঁটে ১৮ বছরের পুরনো স্মৃতি তুলে ধরলেন। বললেন, ভারতীয় ক্রিকেটের অ্যাম্বেসডর পার্থিব প্যাটেল।

আরও পড়ুন -কনিষ্ঠতম উইকেটরক্ষক হিসেবে টেস্ট অভিষেক, অবসর নিলেন পার্থিব প্যাটেল

বিদায়ী বার্তায় পার্থিব লেখেন, ".... কম বয়সে ভারতীয় দলে অভিষেকে বহু মানুষ আমাকে সাহায্য করেছেন। প্রত্যেক অধিনায়ক যাঁদের নেতৃত্বে আমি খেলেছিলাম তাঁদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে দাদা, আমার অভিষেক ম্যাচের অধিনায়ক ছিলেন। আমার ওপর আস্থা রেখেছিলেন তিনি। ..."

পার্থিবকে ভারতীয় ক্রিকেটের অ্যাম্বাসডর বলেছেন সৌরভ গাঙ্গুলি। গুজরাটের  উইকেটকিপার-ব্যাটসম্যানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও অসাধারণ বলে জানান ভারতের প্রাক্তন অধিনায়ক। টিমম্যান এবং পরিশ্রমী পার্থিবকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

 

আরও পড়ুন - দেশের প্রথম ক্রিকেটার হিসেবে কৃষকদের সমর্থনে পথে নামলেন মনদীপ সিং

.