কোহলিকে বিরাট অভিনন্দন সৌরভ এবং রাহুলের

অ্যাওয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকার দুরন্ত ট্র্যাক রেকর্ডকে থামিয়ে ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। স্পিন অস্ত্রে আমলা,ডিভিলিয়ার্সদের বধ করে সফল বিরোট কোহলিরা। ঘরের মাঠে এক নম্বর টেস্ট দলকে হারিয়ে সিরিজ জিতলেও ঘূর্ণি উইকেট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অবশ্য টার্নিং ট্র্যাক বিতর্ককে গুরুত্বই দিচ্ছেন না। জয়ের কৃতিত্ব দিচ্ছেন টিম ইন্ডিয়াকে। ঘরের মাঠে নিজেদের পছন্দের উইকেট বানিয়ে কোহলিরা যে বাজিমাত করেছেন তাতে পূর্ণ সমর্থন রয়েছেন সৌরভের।

Updated By: Nov 28, 2015, 09:30 PM IST
কোহলিকে বিরাট অভিনন্দন সৌরভ এবং রাহুলের

ওয়েব ডেস্ক: অ্যাওয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকার দুরন্ত ট্র্যাক রেকর্ডকে থামিয়ে ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। স্পিন অস্ত্রে আমলা,ডিভিলিয়ার্সদের বধ করে সফল বিরোট কোহলিরা। ঘরের মাঠে এক নম্বর টেস্ট দলকে হারিয়ে সিরিজ জিতলেও ঘূর্ণি উইকেট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অবশ্য টার্নিং ট্র্যাক বিতর্ককে গুরুত্বই দিচ্ছেন না। জয়ের কৃতিত্ব দিচ্ছেন টিম ইন্ডিয়াকে। ঘরের মাঠে নিজেদের পছন্দের উইকেট বানিয়ে কোহলিরা যে বাজিমাত করেছেন তাতে পূর্ণ সমর্থন রয়েছেন সৌরভের।
অন্যদিকে টেস্ট ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে পরিবর্তন করার কথা আগেই বলেছেন রবি শাস্ত্রী ও বিরাট কোহলি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে সমর্থন রয়েছে কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের। ভারতের অনুর্ধ্ব উনিশ দলের কোচের মতে ব্যার্টিং অর্ডার কি হবে সেটা নির্ভর করবে ব্যাটসম্যানদের ফর্মের ওপর। তবে তিন নম্বর পজিশনে দ্রাবিড়ের সেরা বাজি চেতেশ্বর পূজারা।  সাম্প্রতিক অতীতে বারবার বিরাট কোহলির আক্রমনাত্মক অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রাবিড় অবশ্য কোহলির অধিনায়কত্বের লেটার মার্কস নিচ্ছেন।
ভারতীয় সিনিয়র দলের সাপ্লাই লাইনকে আরও মজবুত করতে অনুর্ধ্ব উনিশ দলটিকে নিয়ে বেশ কিছু প্রস্তাব ইতিমধ্যেই বোর্ডকে দিয়েছেন রাহুল দ্রাবিড়।

.