অশ্বিনকেই বিশ্বের স্পিনার বললেন গাভাসকর
এবার রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বের সেরা স্পিনার ঘোষণা করলেন কিংবদন্তী ওপেনার সুনীল গাভাসকর। শুক্রবার নাগপুরে যেভাবে দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্সকে আউট করেছেন অশ্বিন তা দেখে তাজ্জব বনে গেছেন সানি। তাঁর মতে ডেভিলিয়ার্স এই মূহুর্তে স্পিন অ্যাটাক সামলানোর জন্য সেরা ব্যাটসম্যান। কিন্তু সানি মনে করেন অশ্বিন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তার সেরা অস্ত্র ক্যারম বল প্রয়োগ করে যেভাবে এবিকে ফিরিয়েছেন তা এক কথায় অনব্দ্য। উল্টোদিকে নাগপুরের পিচ নিয়ে সমালোচনা হলেও সুনীল গাভাসকর কিউরেটরের পাশেই দাঁড়িয়েছেন। তার মতে নাগপুরের পিচে যে যুযু ছিল না তা বুঝিয়ে দিয়েছে দুপ্লেসি আর আমলার ব্যাটিং।
ওয়েব ডেস্ক: এবার রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বের সেরা স্পিনার ঘোষণা করলেন কিংবদন্তী ওপেনার সুনীল গাভাসকর। শুক্রবার নাগপুরে যেভাবে দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্সকে আউট করেছেন অশ্বিন তা দেখে তাজ্জব বনে গেছেন সানি। তাঁর মতে ডেভিলিয়ার্স এই মূহুর্তে স্পিন অ্যাটাক সামলানোর জন্য সেরা ব্যাটসম্যান। কিন্তু সানি মনে করেন অশ্বিন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তার সেরা অস্ত্র ক্যারম বল প্রয়োগ করে যেভাবে এবিকে ফিরিয়েছেন তা এক কথায় অনব্দ্য। উল্টোদিকে নাগপুরের পিচ নিয়ে সমালোচনা হলেও সুনীল গাভাসকর কিউরেটরের পাশেই দাঁড়িয়েছেন। তার মতে নাগপুরের পিচে যে যুযু ছিল না তা বুঝিয়ে দিয়েছে দুপ্লেসি আর আমলার ব্যাটিং।