চ্যাপেল পাগল, বললেন সৌরভ
ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলকে পাগল বললেন সৌরভ গাঙ্গুলি। সৌরভের মতে কোচিং করতে গিয়ে একাধিক বার ব্যর্থ হয়েছেন চ্যাপেল।
Updated By: Dec 19, 2011, 10:41 PM IST
ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলকে পাগল বললেন সৌরভ গাঙ্গুলি। সৌরভের মতে কোচিং করতে গিয়ে একাধিক বার ব্যর্থ হয়েছেন চ্যাপেল। সৌরভ স্পষ্ট জানিয়েছেন বহু দোষ চ্যাপেলের মধ্যে রয়েছে এবং একই ভুল তিনি বারবার করে গিয়েছেন। ভুল না শুধরিয়ে যিনি ভুলের পূনরাবৃতি ঘটান তাঁকে পাগলই বলা উচিত বলে সৌরভের বক্তব্য। শোনা যাচ্ছে সচিন, দ্রাবিড়দের দুর্ববলতা অস্ট্রেলীয় বোলারদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন চ্যাপেল। এটা ভারতীয় দলের জন্য সুখবর বলে বর্ননা করেছেন সৌরভ। তাঁর মতে চ্যাপেল যখনই যা করেছেন, সেখানেই গন্ডগোল পেকেছে।
Tags: