ধমক খেয়ে 'অক্রিকেটীয় আচরণের পর ক্ষমা চাইলেন মুশফিকুর'
৩১ মার্চ রাতে আনন্দে বিহ্বল, আর ১ এপ্রিল দুঃখ প্রকাশ!
ওয়েব ডেস্ক: ৩১ মার্চ রাতে আনন্দে বিহ্বল, আর ১ এপ্রিল দুঃখ প্রকাশ!
এপ্রিলের প্রথম দিন, এটা ভাবার কোনও প্রয়োজন নেই, মুশফিকুর 'এপ্রিল ফুল' ক্রিকেট ফ্যানদের করছেন। বৃহস্পতিবার রাতে, ওয়াংখেড়েতে ভারতের পরাজয়ে আনন্দ বিগলিত হয়ে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম ট্যুইট করেছিলেন, "এটাই হল আনন্দ...এবার আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব, উইন্ডি ইউ বিউটি"। তাঁর এই ট্যুইটের পর ওয়েব দুনিয়াতে ছিঃ ছিঃ রব ওঠে। ক্রিকেট প্রেমীদের কাছে মনে হয় মুশফিকুর চুড়ান্ত অপেশাদার একজন ক্রিকেটার। গালমন্দও কম হয়নি। শুধু ভারত নয়, সারা বিশ্বের ফ্যানরা মর্মাহত হন। 'অক্রিকেটীয় আচরণে'র পর নেট দুনিয়ার ঝড় দেখে নিজের ট্যুইট ডিলিটও করে দেন মুশফিকুর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মুশফিকুরকে ধমকও দেওয়া হয়। এমনকি তাঁর ক্রিকেট সতীর্থরাও মুশফিকুরের এই আচরণকে একেবারেই মেনে নিতে পারেননি। অবশেষে ক্ষমা চাইলেন মুশফিকুর।
Sorry to all of you guys...as i am a big West Indies supporter but anyway sorry again for some harsh words...!!!!
— Mushfiqur Rahim (@mushfiqur15) March 31, 2016