মিশরে ছেলেদের ফুটবল দলে মহিলা কোচ!

৩৬ বছর বয়সী এই প্রাক্তন ফুটবলার কোনও মহিলা দলের নয়, পুরুষ দলের কোচ হয়েছেন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 27, 2020, 04:13 PM IST
মিশরে ছেলেদের ফুটবল দলে মহিলা কোচ!
ছবি সৌজন্যে: Reuters

নিজস্ব প্রতিবেদন : শহরের রাস্তার ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে খেলতে বেড়ে ওঠা। পরবর্তীকালে মিশরের জাতীয় মহিলা দলের অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ফাইজা হায়দার। সেই ফাইজা এবার নজির গড়লেন। নিজের দেশেই এবার পেশাদার ক্লাবের প্রথম মহিলা কোচ হিসেবে নাম লেখালেন তিনি।

৩৬ বছর বয়সী এই প্রাক্তন ফুটবলার কোনও মহিলা দলের নয়, পুরুষ দলের কোচ হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মিশরের চতুর্থ ডিভিশনের ক্লাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইজা বলেছেন, " শুরুতে হয়তো একটু অস্বস্তিতে ছিলাম। কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলাম যে তারা আমার কাছ থেকে সত্যি কিছু শিখতে চায়। " ফাইজা জানিয়েছেন মিশরের মহিলা এবং পুরুষদের মধ্যে একমাত্র তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ স্বীকৃত প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেশনের মর্যাদা পেয়েছেন।

ফাইজার মা খোদরা আবদালরাহমান মেয়ের এমন কীর্তিতে বলেছেন, "আমি ওকে ফুটবল খেলতে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু ও আমার কথা শোনেনি। ও ফুটবল ভালোবাসে। এখন ও পুরো দেশের গর্ব।"

আরও পড়ুন - IPL 2020: ধোনিকে নিয়ে বড় ঘোষণা চেন্নাই শিবিরে

.