Angioplasty সফল, ভাই সৌরভের মতোই Stent বসল দাদা স্নেহাশিসেরও
চিকিত্সকরা আপাতত সিএবি সচিবকে নজরে রেখেছেন।
নিজস্ব প্রতিবেদন- শুক্রবার শহরের একটি বেসরকারি হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি হল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির। অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিত্সকরা আপাতত সিএবি সচিবকে নজরে রেখেছেন। নতুন বছরের শুরুতেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। শরীর চর্চার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। তার পর ব্ল্যাক আউট হয়। তড়িঘড়ি তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেখা যায়, হার্টের তিনটি আর্টারিতে ব্লক রয়েছে। একটি স্টেন্টও বসানো হয় তাঁর। আপাতত তিনি বাড়িতে ফিরে এলেও ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।
আরও পড়ুন- ৮.১৫ মিনিটে পেরোতে হবে দু'কিমি ট্র্যাক! তবেই এবার Team India-র হয়ে খেলার সুযোগ
সূত্রের খবর অনুযায়ী, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরই নিজ উদ্যোগে দাদা স্নেহাশিসের মেডিক্যাল চেক-আপ করান সৌরভ। ডাক্তার সপ্তর্ষি বসুর পরামর্শেই ১২ জানুয়ারি কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিও হয় স্নেহাশিসের। এছাড়াও হয় নানাবিধ রক্তপরীক্ষা। স্নেহাশিসেরও সিঙ্গেল ভেসেল ডিজিজ ধরা পড়ে। হার্টের অসুখের প্রবণতা রয়েছে সৌরভের পরিবারের অনেকের মধ্যেই। সৌরভ ও স্নেহাশিসের বাবা চণ্ডী গাঙ্গুলিরও ছিল হার্টের অসুখ। মাত্র ৩৭ বছর বয়সেই তাঁকে বাইপাস সার্জারি করাতে হয়েছিল। ফলে, স্বাভাবিকভাবেই সৌরভ-স্নেহাশিসদের হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিলই।