WPL 2024 | Virat Kohli | Smriti Mandhana: 'ওঁর পেপ টকেই...' স্মৃতিকে মাঠেই বিরাটের ভিডিয়ো কল, কী কথা হল দু'জনের?

Smriti Mandhana On Virat Kohli Video Call After Winning WPL 2024: স্মৃতি মন্ধানা জানালেন যে, আরসিবি-র মেয়েরা ডব্লিউপিএল জেতার পর, বিরাট কোহলির চোখে মুখে হাসি ফুটে উঠেছিল।   

Updated By: Mar 18, 2024, 02:04 PM IST
WPL 2024 | Virat Kohli | Smriti Mandhana:   'ওঁর পেপ টকেই...'  স্মৃতিকে মাঠেই বিরাটের ভিডিয়ো কল, কী কথা হল দু'জনের?
স্মৃতি মোহিত কোহলির আচরণে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) লেখা হয়েছে ইতিহাস। রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (উইমেন) আট উইকেটে দিল্লি ক্য়াপিটালসকে (উইমেন) হারিয়ে জিতেছে উইমেনস প্রিমিয়র লিগ (Women's Premier League, WPL 2024)। আর ঠিক চারদিন পর শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL 2024), আইপিএলের ১৬ বছরের ইতিহাসে আরসিবি কখনও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি। তবে ডব্লিউপিএলের মাত্র দ্বিতীয় বছরেই বাজিমাত স্মৃতি মান্ধানাদের (Smriti Mandhana)। আরসিবি-র ছেলেরা যা ১৬ বছরে করতে পারেননি, তা মাত্র দু'বছরে করে দেখাল আরসিবি-র মেয়েরা। আরসিবি-র ক্য়াপ্টেনকে শুভেচ্ছা জানাতে কালবিলম্ব করেননি বিরাট কোহলি (Virat Kohli)। স্মৃতিকে মাঠেই ভিডিয়ো কল করেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক ও ফ্র্য়াঞ্চাইজির আইকন।

আরও পড়ুন: RCB | WPL 2024: ছেলেরা পারেননি, করে দেখালেন মেয়েরা! চ্যাম্পিয়ন স্মৃতির ব্রিগেড

স্মৃতি খেলার পর বিরাটের ভিডিয়ো কলের প্রসঙ্গে বলেন, 'বিরাটের কোনও কথা আমি শুনতে পাইনি। কারণ মাঠে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। উনি আমাকে থাম্বস আপ দেখালেন, আমিও তাই করি। আমি ওঁর সঙ্গে দেখা করব। তবে বিরাটের চওড়া হাসি বুঝিয়ে দিয়েছিল যে, ও কতটা খুশি হয়েছে। আমার এখনও মনে আছে উনি গতবার খেলা দেখতে এসে আমাকে ব্য়ক্তিগত ভাবে পেপ-টক দিয়েছিলেন। আমি এবং পুরো টিম ভীষণ উপকৃত হয়েছিলাম। বিগত ১৫ বছরের বেশি সময় ধরে বিরাট এই ফ্র্য়াঞ্চাইজির অংশ। হয়তো আওয়াজে আমি ওর কথা শুনতে পারিনি ঠিকই। তবে ওর মুখে ফুটে ওঠা খুশিটা দেখেছিলাম। বেঙ্গালুরুতে আমাদের দেখা হবে। তখন বাকি কথা হবে।'

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর কোহলি জানিয়ে ছিলেন যে,আসন্ন টি-২০ বিশ্বকাপই কুড়ি ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর শেষ অভিযান। আর তার ঠিক তিনদিন পরেই কোহলি আরসিবি-র অধিনায়কত্ব ছেড়েছিলেন। তাঁর জুতোয় পা গলান ফাফ দু প্লেসিস। ২০০৮ সাল থেকেই কোহলি আরসিবি-র হয়ে আইপিএল খেলছেন। ২০১১ সালে অধিনায়কত্বের গুরুদায়িত্ব তাঁর কাঁধে সঁপে দেওয়া হয়। কিন্তু অধিনায়ক হিসেবে ১০ বছরে একবারও আইপিএল ট্রফি দিতে পারেননি বিরাট। ২০১৬ সালে তাঁর নেতৃত্বে আরসিবি রানার্স হয়েছিল। আইপিএলে আরসিবি এখনও পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে। একবার প্লে-অফে যেতে পেরেছ। রাহুল দ্রাবিড় থেকে শুরু করে কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্য়ানিয়েল ভেট্টোরি, বিরাট কোহলি, শেন ওয়াটসন (স্ট্য়ান্ড-ইন) ও ফাফ দু প্লেসিস দলের নেতৃত্ব দিয়েছেন। তবে ট্রফি কেউ দিতে পারেননি। দেখা যাক এবার ছেলেরাও বাজিমাত করতে পারেন কিনা!

আরও পড়ুন: IPL 2024 Moving To UAE: ভোটের নির্ঘণ্ট ঘোষিত, আইপিএল পাড়ি দিচ্ছে বিদেশে? জয় শাহ দিলেন উত্তর

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.