এখনও পর্যন্ত ২২ উইকেট পাওয়ার রহস্য নিজেই জানালেন জয়দেব উনাদকাট
জয়দেব উনাদকাট। আইপিএলে কম দিন খেললেন না। আগে খেলে গিয়েছেন কলকাতা নাইটরাইডার্সের হয়েও। কিন্তু দশম আইপিএলে এসে তাঁর পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছে আগের সব আইপিএলকে। এবার ফাইনালের আগে পর্যন্ত উনাদকাট রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ১১ ম্যাচ খেলে পেয়েছেন ২২ উইকেট। এরমধ্যে এক ম্যাচে পাঁচ উইকেটও পেয়েছেন। আবার হ্যাটট্রিকও করেছেন। তাঁর এবারের পারফরম্যান্স এত ভালো হওয়ার রহস্য কী? উত্তর দিলেন জয়দেব উনাদকাট। তাঁর বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথকে ঢালাও প্রশংসা করলেন।
ওয়েব ডেস্ক: জয়দেব উনাদকাট। আইপিএলে কম দিন খেললেন না। আগে খেলে গিয়েছেন কলকাতা নাইটরাইডার্সের হয়েও। কিন্তু দশম আইপিএলে এসে তাঁর পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছে আগের সব আইপিএলকে। এবার ফাইনালের আগে পর্যন্ত উনাদকাট রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ১১ ম্যাচ খেলে পেয়েছেন ২২ উইকেট। এরমধ্যে এক ম্যাচে পাঁচ উইকেটও পেয়েছেন। আবার হ্যাটট্রিকও করেছেন। তাঁর এবারের পারফরম্যান্স এত ভালো হওয়ার রহস্য কী? উত্তর দিলেন জয়দেব উনাদকাট। তাঁর বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথকে ঢালাও প্রশংসা করলেন।
আরও পড়ুন আইপিএলের সেরা ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার বেঁছে নিলেন পন্টিং
জয়দেব উনাদকাট বলেছেন, 'আমি এর আগে যত ফ্র্যাঞ্চাইজিতে খেলেছি, সেই দলের ক্যাপ্টেনদের থেকে খুব একটা সাপোর্ট পাইনি। তাই এবারের আইপিএলের আগে ভেবে রেখেছিলাম, আইপিএলের শুরুতেই হোক অথবা দেরিতে, যখনই সূযোগ পাব, নিজেকে উজাড় করে দেব। সেইজন্য নেটে খুব খাটছিলাম। কোচও বলছিলেন যে, আমি ঠিক পথেই এগোচ্ছি।' রাইজিং পুনে সুপারজায়ান্টের নতুন সুপারস্টার আরও বলেছেন, 'স্মিথ এবং ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতা দুর্দান্ত। ম্যাচে চাপের পরিস্থিতিতে বল করার সময় ক্যাপ্টেনের সাপোর্ট পাওয়াটা খুব প্রয়োজনীয়। স্মিথ সবসময় আমার পাশে থেকেছে। মাহি ভাই-ও।'
আরও পড়ুন রোহিত, হার্দিক, জাদেজার পর ব্রেক দ্য বেয়ার্ড চ্যালেঞ্জ নিলেন জাহির খান