এবারের আইপিএলে ছক্কা কীর্তি এবিডি-র

প্লে অফে অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে ফাইনালে তোলার পর এবি ডেভিলিয়ার্স বলছেন, এখনও কাজ বাকি আছে। ৪৭ বলে অপরাজিত ম্যাচ জেতোনো এবিডি-র ৭৯ রানের ইনিংসটা ছিল দেখার মত। এবিডি মারেন ৫টা বাউন্ডারি, ৫টা ওভার বাউন্ডারি।

Updated By: May 25, 2016, 11:35 AM IST
এবারের আইপিএলে ছক্কা কীর্তি এবিডি-র

ওয়েব ডেস্ক: প্লে অফে অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে ফাইনালে তোলার পর এবি ডেভিলিয়ার্স বলছেন, এখনও কাজ বাকি আছে। ৪৭ বলে অপরাজিত ম্যাচ জেতোনো এবিডি-র ৭৯ রানের ইনিংসটা ছিল দেখার মত। এবিডি মারেন ৫টা বাউন্ডারি, ৫টা ওভার বাউন্ডারি।

সেই সঙ্গে এবিডি এখন এবারের আইপিএলে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকানোর মালিক বনে গেলেন। এবিডি টপকে গেলেন তাঁর দলের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড। কোহলির ৩৬ ছক্কার রেকর্ড ভেঙে এবিডি-ই এখন আইপিএল নাইনের সবচেয়ে বেশি ছক্কার মালিক। আইপিএলের সব সংস্করণ মিলিয়ে এবিডি মেরেছেন ১৩৬টি ছক্কা। সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গেইলের (২৪৩টি)। গত আইপিএলে সবচেয়ে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন ক্রিস গেইল (৩৮টি)।

ফাইনালে এখন কোহলি-এবিডির ছক্কা হাঁকানোর নিঃশব্দ প্রতিযোগিতা। বিপক্ষদের কাছে বিপদ।

Tags:
.