জানেন কি স্যার ডন ব্র্যাডম্যান তাঁর গোটা টেস্ট কেরিয়ারে মোট কতগুলো ছক্কা মেরেছেন?

স্যার ডন ব্র্যাডম্যান তাঁর টেস্ট কেরিয়ারে গড় রেখেছিলেন ৯৯.৯৪! শেষ ইনিংসে মাত্র ৪ রান করতে পারলেই তাঁর গড় ১০০ হতো! কিন্তু করতে পারেননি। শেষ ইনিংসে করেছিলেন ০।

Updated By: Dec 7, 2015, 10:45 AM IST
জানেন কি স্যার ডন ব্র্যাডম্যান তাঁর গোটা টেস্ট কেরিয়ারে মোট কতগুলো ছক্কা মেরেছেন?

ওয়েব ডেস্ক: স্যার ডন ব্র্যাডম্যান তাঁর টেস্ট কেরিয়ারে গড় রেখেছিলেন ৯৯.৯৪! শেষ ইনিংসে মাত্র ৪ রান করতে পারলেই তাঁর গড় ১০০ হতো! কিন্তু করতে পারেননি। শেষ ইনিংসে করেছিলেন ০।
টেস্ট কেরিয়ারে খেলেছিলেন ৫২ টি ম্যাচ। মাত্র ৮০ টি ইনিংসে ব্যাট হাতে নেমেই করেছিলেন ৬৯৯৬ রান। আর সেঞ্চুরির সংখ্যা ছিল ২৯ টি। এগুলো তো সবাই জানেন। মানে খুবই চর্চিত বিষয়।
কিন্তু জানেন কি, স্যার ডন ব্র্যাডম্যান তাঁর গোটা টেস্ট কেরিয়ারে ঠিক কতগুলো ছক্কা মেরেছেন? উত্তরটা শুনলে একটু অবাকই হবেন। কারণ, স্যার ডন তাঁর ৫২ টি টেস্টে ব্যাট হাতে নেমে মেরেছিলেন মাত্র ৬ টা ছয়!
রান করেছেন প্রায় ১০০ গড় রেখে। কিন্তু এই যদি তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা হয়, তাহলে কি আজ পারতেন টি-২০ ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে? এই প্রশ্নটা যে থেকেই গেল।

.