INDvsNZ: Shubman-র অর্ধশতরানের উপর ভর করে ভাল জায়গায় ভারত
কানপুরের গ্রিন পার্কে টস জেতেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার শুরু হল ভারত বনাম নিউজিল্যান্ড দুই টেস্টের সিরিজ। গ্রীন পার্কে প্রথম সেশনে শুরুতেই ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারালেও শুভমন গিলের অর্ধশতরান, ম্যাচে ফেরালো ভারতকে।
FIFTY!
A well made half-century for @ShubmanGill off 81 deliveries. This is his 4th in Test cricket
Live - https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/dtergTWr9b
— BCCI (@BCCI) November 25, 2021
কানপুরের গ্রিন পার্কে টস জেতেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। শুরুতে ব্যাট করতে নেমে সপ্তম ওভারেই নিজের উয়িকেট হারান ওপেনার ময়াঙ্ক আগরওয়াল (M Agarwal)। নিউজিল্যান্ডের কাইল জেমিসনের (Kyle Jamieson) বলে খোঁচা দিয়ে কিপারের হাতে জমা দিলেন নিজের উয়িকেট।
আরও পড়ুন: INDvsNZ: Team India-র বিরুদ্ধে নামার আগে কেন চিন্তায় Kane Williamson?
এরপরে মাঠে নামেন চেতেশ্বর পূজারা (C Pujara)। অপর ওপেনার শুভমন গিলের (S Gill) সঙ্গে জুটি বেঁধে ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন তারা। ড্রিঙ্কসের পরেই রানের গতি বাড়ান শুভমন। ভারতের মাটিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান করে ভারতকে আবার চালকের আসনে নিয়ে এলেন শুভমন। শুভমনের সঙ্গেই ক্রিজে রয়েছেন অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। পূজারা করেছেন ৬১ বলে ১৫ রান।
A moment to cherish for @ShreyasIyer15 as he receives his #TeamIndia Test cap from Sunil Gavaskar - one of the best to have ever graced the game. #INDvNZ @Paytm pic.twitter.com/kPwVKNOkfu
— BCCI (@BCCI) November 25, 2021
অন্যদিকে কানপুরে এদিন ভারতের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নামলেন শ্রেয়স আইয়ার (S Iyer)। কিংবদন্তি ভারতীয় খেলোয়াড় এবং ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্করের (Sunil Gavaskar) থেকে নিজের টেস্ট ক্যাপ পেলেন তিনি।