Virat Kohli-Shoaib Akhtar: 'বিরাট পাকিস্তানে খেলতে মরিয়া'! উদ্ভট দাবি আখতারের, ভিডিয়ো ঘুরছে নেটপাড়ায়...
Virat Kohli-Shoaib Akhtar: শুধু ভারতই নয়, বিরাট কোহলিও নাকি পাকিস্তানে খেলতে মরিয়া হয়ে উঠেছেন! এমনই দাবি শোয়েব আখতারের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার (Shoaib Akhtar) উদ্ভট দাবি করে বসলেন, তিনি এক পাক টিভি শোয়ে বলেন যে, ভারত এবং বিরাট কোহলি (Virat Kohli) পাকিস্তানে এসে ক্রিকেট খেলতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু ভারত সরকার অনুমতি দিচ্ছে না। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দলকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিসিআই (BCCI)। যা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পিসিবিকে (PCB) রীতিমতো চাপে ফেলে দিয়েছে। বিসিসিআইয়ের সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছেন পাকিস্তানের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারও।
আরও পড়ুন: 'ও যে মানে না মানা', সচিনকে আঁকড়ে আবেগি কাম্বলি! মুহূর্ত চুপ...
আখতার যে শোয়ে এসেছিলেন, সেই শোয়ের সঞ্চালক ছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ, তিনি আখতারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করেছিলেন। উত্তরে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' বলেন, 'পাকিস্তানের চেয়েও ভারত অনেক বেশি মরিয়া পাকিস্তানে খেলতে। বিরাট কোহলিও পাকিস্তানে খেলতে মরিয়া। আমি বিসিসিআই-এর সঙ্গে ভারতে কাজ করেছি। ভারত-পাকিস্তান যদি খেলে, তাহলে টিভি এবং স্পনসরশিপ স্বত্ব ধরা-ছোঁওয়ার বাইরে চলে যাবে।' মহম্মদ হাফিজ আখতারকে এরপর প্রশ্ন করেন, 'ভারতের না আসার কারণ কী?' উত্তরে আখতার বলেন, 'ওদের সরকার চায় না যে, ওরা আসুক।'
আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-রপরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই বনাম পিসিবি-র অচলাবস্থা চলছেই। ভারত যেহেতু কোনও ভাবেই পাকিস্তানে যাবে না, সেহেতু হাইব্রিড মডেলে খেলতে চেয়েছিল। কিন্তু পিসিবি সাফ বলে দিয়েছে কোনও ভাবেই হাইব্রিড মডেলে খেলা হবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)