Shikhar Dhawan: রোহিত নন, মেগাফাইটে ক্যাপ্টেন ধাওয়ান! বোর্ডের বিরাট ঘোষণা শুধু সময়ের অপেক্ষা

Shikhar Dhawan To Lead Team India In Asian Games 2023: ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক করেছে এশিয়াডে পুরুষ ও মহিলা দল পাঠাবে। পুরুষ দলের নেতৃত্বভার উঠবে শিখর ধাওয়ানের হাতেই। এমনটাই এখন রিপোর্ট। চিনে ধাওয়ানদের কোচ হবেন  ভিভিএস লক্ষ্মণ।

Updated By: Jun 30, 2023, 01:35 PM IST
Shikhar Dhawan: রোহিত নন, মেগাফাইটে ক্যাপ্টেন ধাওয়ান! বোর্ডের বিরাট ঘোষণা শুধু সময়ের অপেক্ষা
ফের অধিনায়ক ধাওয়ানই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভারতীয় দলের হটসিটে বসতে চলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। 'গব্বর সিং'য়ের উপরেই আস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের (Board of Control for Cricket in India, BCCI)। বিসিসিআই-এর বিরাট ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। জানা যাচ্ছে আসন্ন এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় ক্রিকেট দল পুরুষ ও মহিলা দলকে পাঠাবে। পুরুষ দলের নেতৃত্ব দেবেন ধাওয়ান। সেই টিমের কোচ হবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা এএনআই-এর। গতবছরও রোহিত শর্মার অবর্তমানে ধাওয়ানকে পাওয়া গিয়েছে অধিনায়কের আসনে। ফের একবার এই দৃশ্য দেখা যাবে। অন্যদিকে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) অনুপস্থিতিতে লক্ষ্মণও স্ট্যান্ড-বাই কোচ হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন: Paddy Upton: ধোনির দলকে দিয়েছিলেন বিশ্বকাপ! মহারণের আগে ফের ইন্ডিয়ার ড্রেসিংরুমে 'মনের মানুষ'

১৯ তম এশিয়ান গেমসের আসর বসতে চলেছে চিনে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ার সেরা ইভেন্ট। এই নিয়ে তৃতীয়বার এই গেমস আয়োজন করবে চিন। চিনের রাজধানী বেজিংয়ে ১৯৯০ সালে এশিয়াড হয়েছে। ২০২০ সালে গুয়াংঝাউতে হয়েছে। এবার এশিয়া কাপ হবে হাংঝাউতে। আগামী ৭ জুলাই বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠকেই ভারতের এশিয়াডে ক্রিকেট টিম পাঠানো চূড়ান্ত হয়ে যাবে। এশিয়া কাপ ও বিশ্বকাপ যেহেতু গায়ে গায়ে সেহেতু ভারত বি-টিমই পাঠাবে। নয় বছর পর এশিয়াডে ক্রিকেট ফিরছে। ২০১৪ সালে ইনচিয়নে হয়েছিল। তবে ২০১৮ সালে জাকার্তা এশিয়াড থেকে ক্রিকেট বাদ পড়েছিল। রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়ালরা যদি বিশ্বকাপের দলে সুযোগ না পান, সেক্ষেত্রে তাঁরা থাকবেন এশিয়াড টিমে। ভারত একেবারে তরুণ দলই পাঠাবে চিনে। এও হতে পারে যে, রুতুরাজ-যশস্বীদের মধ্যে কেউ একজন ক্যাপ্টেন হলেন। 

আরও পড়ুন: ICC World Cup 2023 Tickets: কীভাবে কোথায় কত দামে পাবেন বিশ্বকাপের টিকিট? এক ক্লিকেই সব প্রশ্নের উত্তর

৩৭ বছরের ধাওয়ান গতবছর ডিসেম্বরে শেষবার ভারতের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলেছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ধাওয়ানকে দলে রাখা হয়নি। এর থেকেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, ধাওয়ান নেই ভারতীয় দলের বিশ্বকাপের ভাবনায়। ধাওয়ান কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অকপটে জানিয়েছেন যে, ভারতীয় দলের ওপেনিং স্লটটা শুভমান গিলের কাছে খোয়ানোয় তাঁর বিন্দুমাত্র আক্ষেপ নেই। তিনি নিজে নির্বাচক হলেও শুভমনকেই রাখতেন দলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.