'বীরেন্দ্র' বিক্রমে সেওয়াগের শতরান
মোতেরা তাঁকে শূন্য হাতে ফেরায় না। বৃহস্পতিবার আরও একবার তারই প্রমাণ মিলল। রানের খরা কাটিয়ে ফেলে আবার স্বমহিমায় হাজির বীরেন্দ্র সহবাগ। ইংল্যন্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনই সেরে ফেললেন নিজের ২৩ তম শতরান। কাকতালীয় ভাবে মোতেরার এই মাঠেই বিরু শেষ শতরান করে ছিলেন। সেই ২০১০-এ। সেদিন প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। আজ ইংল্যান্ড। সেঞ্চুরি করতে তিনি নিলেন মাত্র ৯০ টা বল। রাজকীয় ভঙ্গিমায় চার মেরে পেরিয়ে গেলেন কাঙ্ক্ষিত ১০০ রানের চৌকাঠ। প্রতীক্ষিত ভারত-ইংল্যন্ড প্রথম টেস্ট শুরু হয়ে গেল। আহমেদাবাদে আজ টসে জিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাট করার সিদ্ধান্ত নেন। দিনের শুরু থেকেই মোতেরার ব্যাটিং সহায়ক পিচে বীরু-গোতি ম্যাজিক। ভারতীয় ইনিংসের যথাযত সূচনা করলেন এই দুজন। এই দুই মহারথীর ব্যাটে ভর করে মধ্যাহ্ন ভোজনের আগে টিম ইন্ডিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ১২০। লাঞ্চের পরে আবার শুরু বিরু জাদু। ব্যক্তিগত ৪৫ রানের মাথায় সোয়ানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান গম্ভীর। কিন্তু জুরিদার চলে গেলেও থেমে থাকেনি সহবাগের ব্যাট।
সমালোচনার জবাব বাইশ গজে দিলেন বীরেন্দ্র সেওয়াগ। ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে তাঁর ১১৭ রানের ইনিংস ভারতকে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে দেয়। গতবছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফর থেকেই সেওয়াগকে নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তাঁর চোট সমস্যা যেমন ছিল তেমন দলের মধ্যে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মতবিরোধেও জড়িয়ে পড়েন বীরু। ঘরে বাইরে সমালোচনার মুখেও পড়েন তিনি। দলের মধ্যে যখন কোনঠাসা অবস্থায়, ঠিক সেইসময় মোতেরাতে শতরান করে যোগ্য জবাব দিলেন সেওয়াগ। ১১৭ বলে পনেরোটি চার ও একটি ছয়ের সাহায্যে ১১৭ রান করে সোয়ানের বোল্ড হন সেওয়াগ। দীর্ঘ দুবছর পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শতরান পেলেন বীরেন্দ্র সেওয়াগ। দুহাজার দশ সালে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার শতরান করেছিলেন বীরু। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতের এই ওপেনার। মধ্যাহ্ন ভোজের বিরতির পর সেওয়াগ নিজের টেস্ট ক্যারিয়ারের ২৩ তম শতরানটি পূর্ণ করেন।