ভারতীয় দলের পরামর্শদাতা হিসেবে সচিনকেই চান শাস্ত্রী

Updated By: Jul 19, 2017, 01:33 PM IST
ভারতীয় দলের পরামর্শদাতা হিসেবে সচিনকেই চান শাস্ত্রী

ওয়েব ডেস্ক: শাস্ত্রীয় মতে মঙ্গলবারই ভারতীয় দলের বোলিং কোচ হয়েছেন ভরত অরুণ, ডেপুটি হিসেবে নিযুক্ত হয়েছেন সঙ্গয় বাঙ্গারও। শ্রীলঙ্কা সফরে 'কোর টিম' নিয়েই নিজের কোচিং কেরিয়ারের শুরু করতে করতে চলেছেন শাস্ত্রী। এরই মধ্যে কোচ রবি শাস্ত্রী ভারতীয় দলের জন্য দাবি করলেন 'ক্রিকেটের ঈশ্বর' সচিন রমেশ তেন্ডুলকরকে। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ, জাদেজাদের পরমর্শদাতা হিসেবে সচিন ক্রিকেট মেধা ব্যবহার করতে তৎপর হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সদ্য নিযুক্ত হেড স্যার, এমনই খবর বিসিসিআই সূত্রে। 

'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদন অনুযায়ী তিন কিংবদন্তী ক্রিকেটারকে নিয়ে তৈরি হওয়া পরামর্শদাতা কমিটির মধ্যে কেবলমাত্র সচিন তেন্ডুলকরকেই এই কাজের জন্য চাইছেন হেড কোচ। সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণের মত প্রবাদপ্রতিম ক্রিকেটারদের কথা উল্লেখই করেননি রবি। উল্লেখ্য, সচিনের পরামর্শতেই দ্বিতীয়বার ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন রবি শাস্ত্রী। এমনকি এটাও শোনা যায়, রবি শাস্ত্রীকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করা নিয়ে সব থেকে সদর্থক ভূমিকা নিয়েছলেন সচিনই। সৌরভের খানিক অপছন্দই ছিল, তবে সচিনের ইচ্ছের কাছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের আর কিছু করারও ছিল না! তবে সৌরভরা ভারতীয় দলের কোচিং স্টাফ হিসেবে জুড়ে দিতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং জাহির খানকে। রবি শাস্ত্রী নিজের স্টাইলেই উপদেষ্টা কমিটির সেই সিদ্ধান্তকেও নকআউট করেছেন। এবার তিন সদস্যের পরামর্শদাতা কমিটির একজনকে দলের পরামর্শদাতা হিসেবে চেয়ে মাস্টারস্ট্রকই দিলেন রবি শাস্ত্রী, এমনই মত ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের। আর এই কৌশলেই সচিন তেন্ডুলকরকে বাকিদের থেকে পৃথক করে দেওয়ার একটা প্রয়াসও করলেন রবি শাস্ত্রী! 

.