Shane Warne Passes Away: কীভাবে প্রয়াত হয়েছিলেন ওয়ার্নি? ময়নাতদন্তের পর জানিয়ে দিল থাইল্যান্ড পুলিস

ঘুমের শেষে, স্পিনের দেশে। 

Updated By: Mar 7, 2022, 05:00 PM IST
Shane Warne Passes Away: কীভাবে প্রয়াত হয়েছিলেন ওয়ার্নি? ময়নাতদন্তের পর জানিয়ে দিল থাইল্যান্ড পুলিস
চিরঘুমে চলে গিয়ে দেশে ফিরছেন স্পিন লেজেন্ড।

নিজস্ব প্রতিবেদন: শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বড়সড় আপডেট দিল থাইল্যান্ড পুলিস। শেন ওয়ার্নের মৃত্যুর কারণ জানাল তারা। থাইল্যান্ড পুলিস জানিয়েছে, ওয়ার্নের বুকে ব্যথা হয়েছিল। অজি তারকা ক্রিকেটার তার অভিযোগও করছিলেন। এছাড়াও ওয়ার্ন হাঁপানিতেও ভুগছিলেন। তাদের দাবি হৃদরোগে আক্রান্ত হয়েই গত শুক্রবার চিরঘুমে চলে গিয়েছিলেন স্পিন লেজেন্ড। ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। এমনকি পুলিসের দাবি এই ময়নাতদন্তের রিপোর্ট ওয়ার্নের পরিবারের কাছেও পাঠিয়ে দেওয়া হবে। 

ওয়ার্নের পরিবারের হাতেও সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। কিংবদন্তি লেগস্পিনারের পরিবার সেই রিপোর্ট মেনে নিয়েছে। অস্ট্রেলিয়ার কনসুলার অফিসিয়ালসদের হাতে ওয়ার্নের মরদেহ তুলে দিয়েছে থাইল্যান্ডের পুলিশ। সেখান থেকেই ওয়ার্নের পরিবারের হাতে দেওয়া হবে তাঁর মরদেহ। 

Thai Police

থাইল্যান্ড পুলিসের তরফ থেকে জানানো হয়েছে যে, "আমরা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর হাসপাতালের ডাক্তারদের সঙ্গে আরও একবার আলোচনা করেছি। শেন ওয়ার্নের মৃত্যুর পর তাঁর শরীরের ময়নাতদন্ত নিয়ে কোনও ফাউল প্লে হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়েই ওয়ার্ন চিরবিদায় নিয়েছেন। এ বার আইন মোতাবেক তাঁর শরীর পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।"

রাষ্ট্রীয় মর্যাদায় শেন ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হবে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে ওয়ার্নকে শেষ বারের মতো দেখতে পারবেন অনুরাগীরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে শেন ওয়ার্নের মূর্তিতে শেষ শ্রদ্ধা জানান অনেকে। ক্রিকেটের পাশাপাশি বিয়ার ও সিগারেট ছিল তাঁর প্রিয়। অনুগামীদের অনেকেই তাই লাল ক্রিকেট বলের পাশাপাশি বিয়ারের ক্যান ও সিগারেটের প্যাকেট রেখে আসেন মূর্তির পাশে।

আরও পড়ুন: Shane Warne Passes Away: বাবা নেই! মানতেই পারছেন না জ্যাকশন, ব্রুক, সামার

আরও পড়ুন: Shane Warne Passes Away: শতরানের পরেই 'আইডল' ওয়ার্নিকে স্মরণ করলেন Ravindra Jadeja

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.