Sachin Tendulkar: বিসমাহ মারুফের কন্যার সঙ্গে ভারতীয় দলের সেলফি! কী বলছেন 'ক্রিকেট ঈশ্বর'?
বিসমাহ মারুফের (Bismah Maroof) কন্যার সঙ্গে ভারতীয় দলের সেলফি দেখে মোহিত সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাস্টার ব্লাস্টার বলছেন খেলাই পারে।
নিজস্ব প্রতিবেদন: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে গুঁড়িয়েই (INDWvsPAKW) বিশ্বকাপের (Women’s World Cup 2022) অভিযান শুরু করেছে মিতালি রাজের (Mithali Raj) টিম ইন্ডিয়া। তবে ম্যাচের থেকেও আলোচনা অনেক বেশি হয়েছে ম্যাচের পরের এক হৃদয় ছুঁয়ে নেওয়া ঘটনায়।
পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন বিসমা মারুফ (Bismah Maroof)। তিনি তাঁর ছ'মাসের ফুটফুটে মেয়ে ফতিমাকে নিয়েই এবার নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে এসেছেন। তাঁকে কুর্নিশ জানাচ্ছে বাইশ গজ। ক্রিকেট কিটের সঙ্গেই তিনি সামলাচ্ছেন ফতিমার প্যারাম্বুলেটর!
ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের স্পিনার একতা বিস্ত ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় মারুফের মেয়েকে দেখেই তার সঙ্গে খুনসুটি করতে শুরু করেন। এরপর একে একে যোগ দিলেন হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, স্মৃতি মান্ধানারা। ছোট্ট ফাতিমা ভারত-পাকিস্তানকে ভালবাসার মালায় গেঁথে দিল। ফাতিমার সঙ্গে সেলফি তোলেন হরমনপ্রীতরা। এই সেলফি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়।
এই ভাইরাল ছবি টুইট করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 'ক্রিকেট ঈশ্বর' লেখেন, "কী অসাধারণ একটা মুহূর্ত। ক্রিকেটে মাঠের মধ্যে কোনও সীমানা নেই। তবে খেলাই মাঠের বাইরের সব সীমা ভেঙে দেয়। স্পোর্টস একত্রিত করে!" স্পিরিট অফ ক্রিকেট বলে এই ছবি টুইট করেছে আইসিসিও।
(@sachin_rt) March 6, 2022
ভারত-পাকিস্তান কিন্তু চির প্রতিদ্বন্দ্বী। কূটনৈতিক কারণে বহু বছর কেউ কারোর দেশে গিয়ে আর খেলে না। কিন্তু ক্রিকেটাররা নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকেন না। তাঁদের কোনও সমীকরণে মেলানো যায় না। নাহলে গতবছর টি-২০ বিশ্বকাপের পর বিরাট কোহলি ম্যাচের পর মহম্মদ রিজওয়ানকে বুকে টেনে নিতেন না, বা আজ ছোট্ট ফতিমাকে নিয়ে সেলিব্রেট করতেন না ভারতের মেয়েরা।
আরও পড়ুন: Axar Patel, IND vs SL 2nd Test: দলে এলেন অক্ষর, বেরিয়ে গেলেন কুলদীপ