৪৩ বলে ১০১, ঝড়ের নাম আফ্রিদি

Updated By: Aug 23, 2017, 02:07 PM IST
৪৩ বলে ১০১, ঝড়ের নাম আফ্রিদি

ওয়েব ডেস্ক: ইংল্যান্ডে চলতি টি-টোয়েন্টি লিগে হ্যাম্পশায়ারের জন্য ওপেন করতে এসেই স্বমহিমায় ফিরলেন পাক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ৭টি ছয় আর ১০টি চারের সৌজন্যে নিজের ক্রিকেট কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরানটি পেয়ে যান 'বুম বুম' আফ্রিদি। এই পাক তারকার ব্যাটিং ঝড়েই ডার্বিশায়ারের বিরুদ্ধে ১০১ রানের বিরাট জয় পায়  হ্যাম্পশায়ার। 

মঙ্গলবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে হ্যাম্পশায়ারের মুখোমুখি হয়েছিল ডার্বিশায়ার। টসে জিতে ডার্বিশায়ারের অধিনায়ক হ্যাম্পশায়ারকেই ব্যাট করতে পাঠায়। সবাইকে অবাক করে দিয়ে হ্যাম্পশায়ারের হয়ে ওপেন করতে আসেন শাহিদ আফ্রিদি। প্রথম বল ডট। দ্বিতীয়ে বলে চার দিয়ে ইনিংস শুরু করেন এই পাক তারকা। এরপর রানের এক্সিলারেটরে আর বেগ পেতে হয়নি তাঁকে। চার ছক্কার বৃষ্টি নামিয়ে ২০ বলেই অর্ধ শতরানে পৌঁছে যান আফ্রিদি। যদিও ৬৫ রানে তাঁর ক্যাচ ফেলেন ডার্বিশায়ারের ম্যাডসেন। এরপর আর রোখা যাইনি বুম বুম আফ্রিদিকে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম শতরান অর্জন করেই ক্রিজ ছাড়েন তিনি। আর তাঁর ব্যাটে ভর করেই হ্যাম্পশায়ার নির্ধারিত ২০ ওভারে ২৪৯ রানের বড় স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে ১৪৮ রানেই শেষ হয়ে যায় ডার্বিশায়ারের ব্যাটিং। 

.