ফেডেরারকে ছাপিয়ে গেলেন সেরেনা

ওয়েব ডেস্ক: রজার ফেডেরারকেও ছাপিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে ইয়ারোস্লাভা শেভেডোভাকে ৬-২,৬-৩ হারিয়ে গ্র্যান্ডস্লামে ৩০৮টা ম্যাচে জয় পেলেন সেরেনা। এই বিষয়ে ফেডেরার (৩০৭)-কে ছাপিয়ে যাওয়ার পর সেরেনা বললেন, ''আশা করব আমরা দুজনেই আরও খেলে যাব, আরও জিততে থাকব। আমি জানি এর জন্য আমার নির্দিষ্ট পরিকল্পনা আছে, এটাও জানি ওর (ফেডেরারের) আছে।'' প্রসঙ্গত, গত ৮ অগাস্ট ফেডেরার ৩৫ বছরে পা দেন। অন্যদিকে, আগামী ২৬ সেপ্টেম্বর সেরেনা ৩৫-এ পা দেবেন।

পড়ুন-নাদালের হার

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে ইরিনা স্পিরলেয়াকে হারিয়ে গ্র্যান্ডস্লামে প্রথম জয় পান সেরেনা। এরপর ১৮টা বছরে অনেক খেলোয়াড় এসেছেন, গিয়েছেন, কিন্তু সেরেনার আধিপত্যকে কেউ সেভাবে ছুঁতে পারেননি। কোয়ার্টার ফাইনালে সেরেনাকে খেলবেন রোমানিয়ার সিমোনা হালেপের বিরুদ্ধে। 

পড়ুন- ভারতের এক বোলারকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন পন্টিং!

English Title: 
Serena Williams Overtakes Roger Federer For Most Grand Slam Match Wins
News Source: 
Home Title: 

ফেডেরারকে ছাপিয়ে গেলেন সেরেনা

ফেডেরারকে ছাপিয়ে গেলেন সেরেনা
Yes
Is Blog?: 
No
Section: