বক্সিং ডে-তে শহরে চলে এলেন মোহনবাগানের নতুন বিদেশি বাবা দিওয়ারা

সেদিন থেকেই অনুশীলনে যোগ দেওয়ার কথা তার। তার আগে তারকা স্ট্রাইকারের মেডিকেল করে নিতে চাইছেন বাগান কর্তারা। নতুন বছরের শুরুতেই ৫ জানুযারি রিয়াল কাশ্মীরের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ রয়েছে ভিকুনা ব্রিগেডের

Updated By: Dec 26, 2019, 06:38 PM IST
বক্সিং ডে-তে শহরে চলে এলেন মোহনবাগানের নতুন বিদেশি বাবা দিওয়ারা
ছবি- মোহন বাগান

নিজস্ব প্রতিবেদন: বক্সিং ডে-তে শহরে চলে এলেন মোহনবাগানের নতুন বিদেশি বাবা দিওয়ারা। বৃহস্পতিবার বিকেলে ইথিওপিয়া থেকে দিল্লি হয়ে শহরে পা রাখলেন সেলেগালের স্ট্রাইকার। বড়দিনের ছুটি কাটিয়ে আগামী সোমবার থেকে অনুশীলনে শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড।

সেদিন থেকেই অনুশীলনে যোগ দেওয়ার কথা তার। তার আগে তারকা স্ট্রাইকারের মেডিকেল করে নিতে চাইছেন বাগান কর্তারা। নতুন বছরের শুরুতেই ৫ জানুযারি রিয়াল কাশ্মীরের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ রয়েছে ভিকুনা ব্রিগেডের। সেই ম্যাচে বাবাকে খেলাতে চাইছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- কোন ধাতুতে গড়া স্টিভ স্মিথ! বসে দেখল ৮১ হাজার দর্শক

এ লিগের ক্লাব অ্যাডিলেড ইউনাইটেড থেকে সবুজ-মেরুনে এলেন একত্রিশ বছয় বয়সী এই স্ট্রাইকার। সেভিয়া,লেভান্তে,লেটাফের মত লা লিগার ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে বাগানের নতুন স্ট্রাইকারের।

 
.