Jay Shah'কে বোল্ড করলেন Sourav, অপরাজিত ৫০ করেও দলকে জেতাতে পারলেন না বোর্ড প্রেসিডেন্ট

ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ২২ বলে ৩৭ রান করেন । ৭টি বাউন্ডারি মারেন আজহার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 23, 2020, 08:59 PM IST
Jay Shah'কে বোল্ড করলেন Sourav, অপরাজিত ৫০ করেও দলকে জেতাতে পারলেন না বোর্ড প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন :  বৃহস্পতিবার আমেদাবাদের বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার আগে বুধবার নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে (Motera Stadium) ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলির প্রেসিডেন্ট একাদশ (Ganguly’s President XI) এবং জয় শাহর সেক্রেটারি একাদশ (Jay Shah-led Secretary XI)। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স বোর্ড প্রেসিডেন্টের। অপরাজিত হাফ সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। জয় শাহের সেক্রেটারি একাদশের কাছে ২৮ রানে হারল সৌরভের দল।

 

প্রথমে ব্যাট করে সচিব একাদশ ৩ উইকেট হারিয়ে ১২ ওভারে ১২৮ রান তোলে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ২২ বলে ৩৭ রান করেন । ৭টি বাউন্ডারি মারেন আজহার।  বোর্ডের প্রাক্তন সচিব নিরঞ্জন সাহার ছেলে জয়দেব শাহ (Jaydev Shah) করেন ৩৮ রান।  মূলত তাঁদের পার্টনারশিপে ভর করে ১২৮ রান তোলে সেক্রেটারি একাদশ। তিন ওভার বল করে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ২৬ রান দিয়ে একটি উইকেট নেন। বিপক্ষের অধিনায়ক বোর্ড সচিব জয় শাহকে (Jay Shah) বোল্ড করেন সৌরভ (Sourav Ganguly)।

১২ ওভারে ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাট হাতে চেনা মেজাজেই পাওয়া গেল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly)। ৩২ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। ছটা চার এবং একটি ছক্কা মারেন। ১২ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১০০ রান তোলে প্রেসিডেন্ট একাদশ। বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) দুটি উইকেট নেন।

আরও পড়ুন -  BCCI AGM: IPL-এর নতুন দল, ICC-তে ভারতের প্রতিনিধি, টি-২০ বিশ্বকাপ- বোর্ডের সভায় একাধিক বিষয়ে আলোচনা

.