AIFF-Praful Patel: ফেডারেশনে প্রফুল জমানা শেষ! সুপ্রিম-রায়ে দায়িত্বে তিন সদস্যের কমিটি

তিন সদস্যের কমিটিতে আছেন প্রাক্তন বিচারপতি অনিল কুমার দাভে (Anilkumar Dave), প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারডক্টর এসওয়াই কুরেশি (Dr SY Qureshi) ও ভারতের প্রাক্তন গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায় (Bhaskar Ganguly)। এদিন সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে যে, আগামী ৩০ জুনের মধ্যে ফেডারেশনকে সংবিধান সংশোধন করে নির্বাচন করতে হবে।

Updated By: May 18, 2022, 02:57 PM IST
AIFF-Praful Patel: ফেডারেশনে প্রফুল জমানা শেষ! সুপ্রিম-রায়ে দায়িত্বে তিন সদস্যের কমিটি
সুপ্রিম-রায়ে প্রফুল প্য়াটেল অ্যান্ড কোং জমানা শেষ

নিজস্ব প্রতিবেদন:  সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে অবশেষে প্রফুল প্যাটেল (Praful Patel) এবং তাঁর কমিটি ক্ষমতা হারাল। দেশের সর্বোচ্চ আদালত বুধবার জানিয়ে দিল যে,অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) নতুন কমিটি গঠন হওয়া না পর্যন্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটি সমস্ত দায়িত্ব এবং কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকবে। এখন ফেডারেশনের মাথার ওপর থাকছে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (COA)। তিন সদস্যের কমিটিতে আছেন প্রাক্তন বিচারপতি অনিল কুমার দাভে (Anilkumar Dave), প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারডক্টর এসওয়াই কুরেশি (Dr SY Qureshi) ও ভারতের প্রাক্তন গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায় (Bhaskar Ganguly)। এদিন সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে যে, আগামী ৩০ জুনের মধ্যে ফেডারেশনকে সংবিধান সংশোধন করে নির্বাচন করতে হবে।

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছেন। বেঞ্চে ছিলেন-বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি পিএস নরসীমা। প্রফুল প্যাটেল এক দশকেরও বেশি সময় ধরে এআইএফএফ-এর সভাপতি পদে ছিলেন। জাতীয় ক্রীড়া নীতি অনুযায়ী এক জন সর্বোচ্চ ১২ বছর কোনও ক্রীড়া সংস্থার শীর্ষ পদে থাকতে পারেন। সুপ্রিম কোর্ট মনোনীত প্রশাসকমণ্ডলী ফেডারেশনের যে নতুন সংবিধান তৈরি করেছে, তা অনুমোদন করার জন্য দেশের প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন জানিয়ে ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়।

ভাস্কর তাঁর লেখা চিঠিতে প্রধান বিচারপতিকে জানিয়ে ছিলেন যে, জাতীয় ক্রীড়া নীতি অনুযায়ী ফেডারেশনের নতুন সংবিধানের খসড়া তাঁরা ২০২০ সালের জানুয়ারি মাসেই দিয়েছেন। কিন্তু সেই বিষয়ে বিগত দুই বছরেও কোনও অগ্রগতি দেখেননি তাঁরা। প্রফুল প্যাটেলের মেয়াদ যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেহেতু ভাস্কর অনুরোধ করেছিলেন, নতুন সংবিধানকে অনুমোদন দিয়ে ফেডারেশনকে নতুন নির্বাচন করার নির্দেশ দেওয়া হোক। এই প্রসঙ্গে জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ফোনে এসওয়াই কুরেশি জানিয়েছেন, "আমাদের সুপ্রিম কোর্ট গুরুদায়িত্ব দিয়েছে। আমরা আমাদের যোগ্যতা মতোই সেই কাজ করব। আমরা ২০২০ সালেই জাতীয় ক্রীড়া নীতি অনুযায়ী ফেডারেশনের নতুন সংবিধানের খসড়া মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টকে দিয়েছে। সেই খসড়ার ওপর সুপ্রিম কোর্টের সিলমোহর পড়ে গেলেই নির্বাচনের কাজটা সহজ হয়ে যাবে।" এখন দেখার বিগত ১২ বছর ধরে না হওয়া নির্বাচন কবে হয়!

আরও পড়ুন: Sara Tendulkar: এমনটা মেনে নিতে পারেননি সচিন কন্যাও! সারার হৃদয় ভাঙা প্রতিক্রিয়া ভাইরাল

আরও পড়ুনVirat Kohli: পাক অধিকৃত কাশ্মীরে টি-২০ টুর্নামেন্ট, খেলার আমন্ত্রণ পাচ্ছেন কোহলি!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.