SAvsIND: কোন কারণে South Africa সফরে টেস্ট সিরিজ জিততে পারে ভারত? জানালেন Harbhajan Singh

এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় গিয়ে মাত্র তিনটি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। 

Updated By: Dec 8, 2021, 04:48 PM IST
SAvsIND: কোন কারণে South Africa সফরে টেস্ট সিরিজ জিততে পারে ভারত? জানালেন Harbhajan Singh
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পক্ষে বাজি ধরছেন হরভজন সিং।

নিজস্ব প্রতিবেদন: ইতিহাস কিন্তু মোটেও সুখের নয়। টেস্ট ক্রিকেটে ১৯৯২ থেকে গত সফর পর্যন্ত, গত ২৯ বছরে দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে ভারতের পারফরম্যান্স মোটেও আহামরি নয়। টেস্ট সিরিজ জেতা তো অনেক দুরের কথা, এখনও পর্যন্ত সেখানে গিয়ে মাত্র তিনটি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। যদিও হরভজন সিং (Harbhajan Singh) মনে করেন এ বার বিরাট কোহলির (Virat Kohli) দল চাকা ঘুরিয়ে দেবে। কারণ বিপক্ষ দল আগের মতো শক্তিশালী নয়। 

ভাজ্জি বলেন, "আমার মতে এ বার ভারতীয় দলের কাছে টেস্ট সিরিজ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ এই দক্ষিণ আফ্রিকা দলে আগের মতো একাধিক ম্যাচ উইনার নেই। ২০১৭-১৮ মরসুমেও দক্ষিণ আফ্রিকা দলে এবি ডিভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিসের মতো ব্যাটার ছিল। এই দুজন না থাকার জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অনেক দুর্বল হয়ে গিয়েছে। তাই টিম ইন্ডিয়া যদি নিজের যোগ্যতা অনুসারে খেলতে পারে তাহলে অবশ্যই প্রথমবার টেস্ট সিরিজ জয় সম্ভব।" 

আরও পড়ুন: INDvsSA: টানা তৃতীয় অর্ধ শতরান, নির্বাচকদের বার্তা দিলেন Team India-র এই ব্যাটার

 

২০০৬ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতেছিল ভারত। জোহানেসবার্গে শ্রীসন্থের (৫/৪০, ৩/৫৯) অনবদ্য বোলিংয়ের সৌজন্যে ১২৩ রানে টেস্ট জিতেছিল দল। এরপর ২০১০-১১ মরসুমের সফরে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছিল 'মেন ইন ব্লু' ব্রিগেড। সেবার ডারবানে ৮৭ রানে জিতেছিল ভারত। ২০১৭-১৮ মরসুমে কোহলির নেতৃত্বে সেখানে গিয়ে তৃতীয় টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ফের একবার জোহানেসবার্গে জয় পেয়েছিল ভারত। সেই টেস্টে ৬৩ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.