উইম্বলডন খেতাব থেকে এক ধাপ দূরে সানিয়া, পুরুষদের সিঙ্গলসে ফাইনালে জোকার

উইম্বলডনে  খেতাব জেতার হাতছানি সানিয়া মির্জার সামনে। শুক্রবার  সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে  উইম্বলডনের মহিলা  ডাবলসের  ফাইনালে উঠলেন সানিয়া মির্জা। পঞ্চম বাছাই মার্কিন জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দেন ইন্দো-সুইস জুটি। সানিয়ারা ম্যাচ জেতেন ছয়-এক,ছয়-দুই সেটে। শীর্ষবাছাই সানিয়ারা গোটা ম্যাচে ছটা উইনার মারেন। ম্যাচে সানিয়াদের দাপুটে টেনিসের সামনে  সেভাবে লড়াই করতে পারেনি মার্কিন জুটি। এর আগে তিনটে গ্র্যান্ডস্লাম মিক্সড ডাবলস খেতাব জিতলেও উইম্বলডনে প্রথমবার খেতাব জেতার হাতছানি ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সামনে। প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন সানিয়া।  

Updated By: Jul 10, 2015, 09:29 PM IST
উইম্বলডন খেতাব থেকে এক ধাপ দূরে সানিয়া, পুরুষদের সিঙ্গলসে ফাইনালে জোকার

ব্যুরো: উইম্বলডনে  খেতাব জেতার হাতছানি সানিয়া মির্জার সামনে। শুক্রবার  সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে  উইম্বলডনের মহিলা  ডাবলসের  ফাইনালে উঠলেন সানিয়া মির্জা। পঞ্চম বাছাই মার্কিন জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দেন ইন্দো-সুইস জুটি। সানিয়ারা ম্যাচ জেতেন ছয়-এক,ছয়-দুই সেটে। শীর্ষবাছাই সানিয়ারা গোটা ম্যাচে ছটা উইনার মারেন। ম্যাচে সানিয়াদের দাপুটে টেনিসের সামনে  সেভাবে লড়াই করতে পারেনি মার্কিন জুটি। এর আগে তিনটে গ্র্যান্ডস্লাম মিক্সড ডাবলস খেতাব জিতলেও উইম্বলডনে প্রথমবার খেতাব জেতার হাতছানি ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সামনে। প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন সানিয়া।  

উইম্বলডনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন শীর্ষবাছাই নোভাক জোকোভিচ। ফ্রান্সের রিচার্ড গ্যাস্কোয়েটকে স্ট্রেট সেটে হারান সার্বিয়ান তারকা। আড়াই ঘণ্টারও কম সময়ে উইম্বলডনের সেন্টার কোর্টে ম্যাচ জিতে নেন নোভাক। বিশ্বের এক নম্বর জোকভিচ ম্যাচ জেতেন ৭-৬,৬-৪,৬-৪ সেটে। ম্যাচে বারোটা এস মারার পাশাপাশি ৪৬টা উইমার মারেন জোকোভিচ। এই নিয়ে টানা তিনবার উইম্বলডনের ফাইনালে উঠলেন এই সার্বিয়ান তারকা।

 

.