Sam Curran | IPL Auction 2023: রেকর্ড ১৮.৫ কোটিতে প্রীতির দলে কারেন! অতীতে নিলাম মাতিয়েছেন কারা?

Sam Curran becomes costliest buy at IPL auction: আইপিএলের ইতিহাসে সব চেয়ে দামি ক্রিকেটার হলেন ইংল্যান্ডের স্যাম কারেন। ব্রিটিশ অলরাউন্ডারকে দলে নিতে পঞ্জাব কিংস খরচ করেছে ১৮.৫ কোটি টাকা। যা সর্বকালীন রেকর্ড। এর আগে নিলামে কোনও ক্রিকেটার এত টাকায় বিক্রি হননি। 

Updated By: Dec 23, 2022, 06:46 PM IST
Sam Curran | IPL Auction 2023: রেকর্ড ১৮.৫ কোটিতে প্রীতির দলে কারেন! অতীতে নিলাম মাতিয়েছেন কারা?
স্যামকে নিয়েই শোরগোল আইপিএলে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোচিতে মিনি নিলামে (IPL Auction 2023) ইতিহাস লিখেছেন স্য়াম কারেন (Sam Curran)। এর আগে বিগত ১৫ বছরের নিলাম ইতিহাসে কোনও ক্রিকেটার এত টাকা পাননি, যা শুক্রবার পেলেন কারেন। ১৮.৫ কোটি টাকায় প্রীতি জিন্টার (Preity Zinta) পঞ্জাব কিংস (Punjab Kings) তাঁকে নিয়ে চমকে দিয়েছে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) স্য়াম কারেন ফের বুঝিয়ে দিয়েছেন যে, কেন তিনি ইংল্যান্ডের সম্পদ। ফাইনালের সেরা ফুটবলারের পাশাপাশি তিনি সিরিজেরও সেরা ক্রিকেটার হয়েছিলেন। অতীতে এমএস ধোনির নেতৃত্বে সিএসকে-র হয়ে আগুন জ্বালিয়েছেন মাঠে। মনে করা হচ্ছে এবারও ধোনি বাহিনী কারেনকে নিতে ঝাঁপাবেন। এই ব্রিটিশ অলরাউন্ডারের জন্য বাকি দলগুলিও ঝাঁপাবে। এর আগে আইপিএলের নিলাম ইতিহাসে কোনও ক্রিকেটার এত টাকা পাননি। পঞ্জাব কিংসের ডিরেক্টর নেস ওয়াদিয়া দলে কারেনকে নেওয়ার প্রসঙ্গে বলছেন, 'বিশ্ব একাদশ তাঁকে নিয়েই হবে। এই মুহূর্তের অন্যতম সেরা অলরাউন্ডার কারেন।'

দেখে নেওয়া যাক আইপিএল ইতিহাসে এর আগে নিলামে ঝড় তুলেছেন কারা; এর আগে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে ২০২১ সালে রাজস্থান রয়্যালস ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল। এদিন কিন্তু তাঁকে কারেনই নন, আরও এক ক্রিকেটারটপকে গিয়েছেন। ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় ক্যামেরন গ্রিনকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গ্রিনের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই কারোরই। বিগহিটিংয়ের পাশাপাশি কার্যকরী মিডিয়াম পেসও তাঁর সম্পদ। অস্ট্রেলিয়ার ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে গ্রিন নিজের যোগ্যতা বুঝিয়ে দিয়েছেন। কোচিতে তাঁকে নিয়ে দলগুলির মধ্যে কার্যত টানাটানি চলবে। তা আগেই জানা গিয়েছিল। বাস্তবে ঘটল ঠিক সেটাই। 

আরও পড়ুন: IPL Auction 2023 Live Updates: নিলাম ইতিহাস লিখে ১৮.৫ কোটি পেলেন কারেন! অবশেষে খাতা খুলল কেকেআর

এদিন ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কারেনের সতীর্থ বেন স্টোকসকে নিয়েছে এমএস ধোনির সিএসকে। ইংল্যান্ড টেস্ট টিমের ক্যাপ্টেন সাদা বলের ক্রিকেটে অন্য ধাতু দিতে গড়া। চলতি বছর বেন স্টোকসের ব্যাটেই ইংল্যান্ড দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতে। স্টোকস বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে যে কোনও মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের রং। আইপিএলে ২৮ ম্যাচ খেলা স্টোকস করেছেন ৯২০ রান। তাঁর ঝুলিতে আছে ২৮টি উইকেট। ম্যাচ উইনার হিসাবে স্টোকসের যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই। ১৬.৫ কোটি টাকায় ধোনির সিএসকে স্টোকসকে নিল দলে। ধনীদের তালিকায় থাকবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও বিশ্ববন্দিত পেসার প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্স ২০২০ সালে কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় দলে নিয়েছিল। বলতে হবে কিউয়ি পেসার কাইল জেমিসনের কথাও। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে কিনেছিল ১৫ কোটি টাকায়। আলোচনায় আসবেন অজি অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ কোটি ২৫ লাখ টাকায় কেনে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.