একধাপ এগিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাইনা এখন তিন নম্বরে

ডেনমার্ক ওপেনে খেতাব জেতায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে একধাপ উঠে এলেন সাইনা নেহওয়াল। ভারতের ব্যাডমিন্টন রানির এখন বিশ্ব র‌্যাঙ্কিং তিন। এদিকে ফ্রেঞ্চ ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সাইনা নেহওয়াল।

Updated By: Oct 20, 2012, 07:33 PM IST

ডেনমার্ক ওপেনে খেতাব জেতায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে একধাপ উঠে এলেন সাইনা নেহওয়াল। ভারতের ব্যাডমিন্টন রানির এখন বিশ্ব র‌্যাঙ্কিং তিন।
এদিকে ফ্রেঞ্চ ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সাইনা নেহওয়াল। প্রি-কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের সাপসিরি তায়েরাতানাচাইকে স্ট্রেট গেমে হারিয়ে দিলেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতের এই শাটলার।
সাইনার পক্ষে খেলার ফল ২১-৬, ২১-১৩। এর আগে দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে চিনের লি হানের বিরুদ্ধে বেশ লড়াই করতে হয়েছিল সাইনাকে। কিন্তু শেষ আটের লড়াইয়ে একপেশে ম্যাচ স্ট্রেট গেমে জিতে নেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।

.