সাইনার চরিত্রে অভিনয় করবেন বলে উত্তেজিত দীপিকা পাড়ুকোন

টাইগ্রেস বেটি। সিনেমাটি তৈরি হচ্ছে সাইনা নেহওয়ালের জীবনের উপর। সিনেমাতে সাইনার ভূমিকায় থাকবেন দীপিকা পাডুকোন। নিজের বায়োপিকের জন্য দীপিকাই সঠিক অভিনেত্রী বলে জানিয়েছেন সাইনা। ভারতের এই অলিম্পিয়ানরে দাবি দীপিকা নিজেও খুব ভাল ব্যাডমিন্টন খেলেন। তাই এই ভূমিকায় দীপিকাকেই মানাবে বলে জানিয়েছেন সাইনা। অন্যদিকে বায়োপিকে সাইনার ভূমিকা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীপিকা। টাইগ্রেস বেটি সিনেমাটিকে পরিচালনা করবেন অমোল গুপ্তে। এর আগে মেরি কমের বায়োপিকে অভিনয় করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন বলিউডের আর এক গ্ল্যামারাস অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও অভিনয়ের আগে চুটিয়ে বক্সিং প্রশিক্ষণ নিয়েছিলেন। দীপিকা পাড়ুকোনের রক্তেই রয়েছে ব্যাডমিন্টন। তাই সাইনার চরিত্র তিনি ভালোই ফুটিয়ে তুলবেন বলে বিশ্বাস, দর্শকদের।

Updated By: Feb 8, 2016, 09:42 AM IST
 সাইনার চরিত্রে অভিনয় করবেন বলে উত্তেজিত দীপিকা পাড়ুকোন

ওয়েব ডেস্ক: টাইগ্রেস বেটি। সিনেমাটি তৈরি হচ্ছে সাইনা নেহওয়ালের জীবনের উপর। সিনেমাতে সাইনার ভূমিকায় থাকবেন দীপিকা পাডুকোন। নিজের বায়োপিকের জন্য দীপিকাই সঠিক অভিনেত্রী বলে জানিয়েছেন সাইনা। ভারতের এই অলিম্পিয়ানরে দাবি দীপিকা নিজেও খুব ভাল ব্যাডমিন্টন খেলেন। তাই এই ভূমিকায় দীপিকাকেই মানাবে বলে জানিয়েছেন সাইনা। অন্যদিকে বায়োপিকে সাইনার ভূমিকা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীপিকা। টাইগ্রেস বেটি সিনেমাটিকে পরিচালনা করবেন অমোল গুপ্তে। এর আগে মেরি কমের বায়োপিকে অভিনয় করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন বলিউডের আর এক গ্ল্যামারাস অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও অভিনয়ের আগে চুটিয়ে বক্সিং প্রশিক্ষণ নিয়েছিলেন। দীপিকা পাড়ুকোনের রক্তেই রয়েছে ব্যাডমিন্টন। তাই সাইনার চরিত্র তিনি ভালোই ফুটিয়ে তুলবেন বলে বিশ্বাস, দর্শকদের।

.