প্রয়াত সক্রেটিস

বারবার লড়াই করে ফিরে এসেছেন। কিন্তু চৌঠা নভেম্বর আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলনা সক্রেটিসের। উনিশশো বিরাশির বিশ্বকাপ ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক সক্রেটিস সাওপাওলোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Updated By: Dec 4, 2011, 06:27 PM IST

বারবার লড়াই করে ফিরে এসেছেন। কিন্তু চৌঠা নভেম্বর আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলনা সক্রেটিসের। উনিশশো বিরাশির বিশ্বকাপ ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক সক্রেটিস সাওপাওলোর হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল সাতান্ন। ক্ষুদ্রান্ত্রে মারাত্মক সংক্রমণের জন্য গত কয়েকমাসে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সক্রেটিস।কিন্তু রবিবার মাঠের চ্যাম্পিয়নের হার হল জীবনের লড়াইয়ে। বিরাশি ও ছিয়াশি বিশ্বকাপে  ব্রাজিল দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে তেষট্টি ম্যাচে পঁচিশটি গোল করার কৃতিত্ব গড়েছেন সক্রেটিস। পেশায় চিকিত্‍ষক ছিলেন তিনি। পেলে-জিকো-গ্যারিঞ্চাদের সঙ্গে একাসনে স্থান পেতেন তাঁদের অধিনায়ক সক্রেটিস। তাঁর ছোট ভাই রাই চুরানব্বই বিশ্বকাপে ব্রাজিলের নেতৃত্ব দিয়েছিলেন।

.