সিরিজ জিততে মরিয়া ভারত
আজ মোতেরায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচ। এখানেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইছেন সেওয়াগরা। এই ম্যাচেও ভারতীয় দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।
আমেদাবাদেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় সম্পন্ন করতে চায় ভারতীয় দল। ভারতের ব্যাটিং ও বোলিং লাইন আপ ছন্দে থাকায় অনেকটাই স্বস্তিতে ভারত অধিনায়ক বীরেন্দ্র সেওয়াগ। কটক ও বিশাখাপত্তনমে জয়ের পর মনোবলের দিক থেকে দল এগিয়ে থাকলেও ক্যারিবিয়ানদের হালকাভাবে নিতে নারাজ বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে ওয়েস্ট ইন্ডিজ হারলেও দুটি ম্যাচে ভাল লড়াই করেছে। সেওয়াগ মনে করছেন ভারতীয় দল শুরুটা ভাল করলেও মাঝে মাঝে ছন্দ হারিয়ে ফেলছে। এটা দলকে ভোগাতে পারে। কটকে রুদ্ধশ্বাস জয়ের পর বিশাখাপত্তনমে বোলাররা ভাল শুরু করলেও শেষ উইকেটে রবি রামপালের হাতে যেভাবে মার খেয়েছেন তাতে সংশয় থেকে যাচ্ছে। তাই দলের ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন বীরু। আমেদাবাদেও উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চান সেওয়াগ। উল্টোদিকে কটক ও বিশাখাপত্তনমে হারলেও দলের লড়াইয়ে খুশি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডারেন সামি। কটক ও বিশাখাপত্তনমে শিশির একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আমেদাবাদে সেই সম্ভাবনা নেই। এই বিষয়টি অনেকটাই স্বস্তিতে রেখেছে সামিকে। তাঁর আশা এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে তাঁর দল।