সচিনের শতরানে দেরি নেই, জানাচ্ছে পরিসংখ্যান

একদিনের ক্রিকেটে প্রায় একবছর শতরান না পাওয়ায় সচিন তেন্ডুলকরের অনুরাগীরা হতাশ। কিন্তু একদিনের ক্রিকেটে সচিনের শতরানের পরিসংখ্যান দেখে তাঁরা আশ্বস্থ হতেই পারেন। পরিসংখ্যান বলছে সচিন গড়ে ১৩৩ দিনের ব্যবধানে শতরান পেয়েছেন। সচিনের দুটি শতরানের মধ্যে সর্বাধিক ব্যবধান ৩৯৬ দিন।

Updated By: Mar 5, 2012, 11:12 PM IST

দীর্ঘদিন ধরে একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকর কোন শতরান পাচ্ছেন না। আর এতেই ক্রমশ হতাশ হয়ে পড়ছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কিন্তু পরিসংখ্যান বলছে হতাশ হওয়ার কোন কারন নেই। একদিনের ক্রিকেটে কম বেশি ১৩৩ দিনের ব্যবধানে শতরান পেয়েছেন মাস্টার ব্লাস্টার। কিন্তু একদিনের ক্রিকেটে সচিনের দুটি শতরানের মধ্যে সর্বাধিক ব্যবধান ৩৯৬ দিন।একদিনের ক্রিকেটে শেষ শতরানটি করার তিনশো সাতষট্টি দিন পর মীরপুরে সচিন এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামবেন।তাই বলা যেতেই পারে সচিনের শতরান খরা কাটাটা শুধু সময়ের অপেক্ষা।

.