বিরাটকে টুইট করে প্রশংসা করলেন ‘ক্রিকেট ঈশ্বর’

তিনি ‘ক্রিকেট ঈশ্বর’। ক্রিকেটের দেবতা বলা হয় তাঁকে। নিজে একের পর এক রেকর্ড তৈরি করেছেন, রেকর্ড ভেঙেছেন। সেই ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকরই বিরাট কোহলির প্রশংসা করলেন। টুইট করে বিরাটকে অভিনন্দন জানালেন তিনি।

Updated By: Feb 11, 2017, 04:38 PM IST
বিরাটকে টুইট করে প্রশংসা করলেন ‘ক্রিকেট ঈশ্বর’

ওয়েব ডেস্ক: তিনি ‘ক্রিকেট ঈশ্বর’। ক্রিকেটের দেবতা বলা হয় তাঁকে। নিজে একের পর এক রেকর্ড তৈরি করেছেন, রেকর্ড ভেঙেছেন। সেই ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকরই বিরাট কোহলির প্রশংসা করলেন। টুইট করে বিরাটকে অভিনন্দন জানালেন তিনি।

আরও পড়ুন

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স ছিল বিরাট কোহলির। একাই করেন ২০৪। স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান এবং রাহুল দ্রাবিড়ের তৈরি করা চারটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড ভেঙে দিয়েছেন। আর তাই গোটা দেশ এখন বিরাট বন্দনায় মেতেছে। সেই বন্দনায় অন্য মাত্রা জুড়লেন মাস্টার ব্লাস্টার। কী বললেন সচিন তেন্ডুলকর? দেখুন সেই টুইট..

 

.