২০০৭ সালেই ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন সচিন, আটকে ছিলেন কার্স্টেন!

কঠিন সেই সিদ্ধান্ত থেকে আবার বাইশ গজে সচিনকে স্বমহিমায় ফিরিয়ে নিয়ে আসেন ভারতের কোচ গ্যারি কার্স্টেন।

Updated By: Jun 17, 2020, 09:37 PM IST
২০০৭ সালেই ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন সচিন, আটকে ছিলেন কার্স্টেন!

নিজস্ব প্রতিবেদন: ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে। সেই বিশ্বকাপের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সচিন তেন্ডুলকর। ব্যাটিংয়ে ছন্দ হারিয়ে, ক্রিকেট ছাড়ার মতো কঠিন সিদ্ধান্তটা মানসিকভাবে নিয়ে ফেলেছিলেন সচিন তেন্ডুলকর। কিন্তু কঠিন সেই সিদ্ধান্ত থেকে আবার বাইশ গজে সচিনকে স্বমহিমায় ফিরিয়ে নিয়ে আসেন ভারতের কোচ গ্যারি কার্স্টেন।

সেই কার্স্টেনের কোচিংয়ে-ই ২০১১ সালে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। এক সাক্ষাত্কারে গ্যারি কার্স্টেন জানান, "আমি যখন কোচিং করাতে ভারতে আসি, তখন সচিনের কথা মনে মনে ভেবেছিলাম। আমি শুনেছিলাম ও (সচিন) খেলা ছেড়ে দিতে চায়। সচিনের কথায় সে ঠিকমতো ব্যাটিং পজিশন পাচ্ছিল না, খেলাটাকেও আর উপভোগ করছিল না, খেলাটাও আর উপভোগ করছিল না।"

এরপর কার্স্টেন বলেন, "আমি সচিনের খেলায় কোনও পরিবর্তন আনিনি। কারণ আমি তাকে শেখাতেও আসিনি।  ও খেলাটা জানে।  সচিন যাতে ভাল খেলতে পারে সেই পরিবেশ-পরিস্থিতি তৈরি করাই ছিল আমার কাজ। আমি সেই কাজটাই করেছিলাম। আর সচিনের কাছ থেকে সেরাটা বের করে আনতে পেরেছিলেন।"

 

আরও পড়ুন -অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট বড় চ্যালেঞ্জের, মনে করছেন রোহিত শর্মা

.