ড্রাইভার নেই, সচিন তেন্ডুলকরের গাড়ি চালাচ্ছে অদৃশ্য 'মিস্টার ইন্ডিয়া'!
লাল রঙের একটি মারুতি ৮০০ ছিল সচিনের জীবনের প্রথম গাড়ি।
নিজস্ব প্রতিবেদন : সচিন তেন্ডুলকর বসে রয়েছেন। তাঁর গাড়ির ড্রাইভার সিটে কেউ নেই। কিন্তু গাড়ির স্টিয়ারিং এপাশ-ওপাশ করছে নিজে থেকেই। ভূত নাকি! নিজে থেকেই চলছে মাস্টার ব্লাস্টারের গাড়ি। আর সচিন ড্রাইভার সিটের পাশে বসে এমন ভূতুড়ে ব্যাপারের ধারাভাষ্য দিচ্ছেন। সচিন তেন্ডুলকরের গাড়ির শখ। আর এটা তাঁর ভক্তদের সবারই জানা। তবে এবার তিনি এমন এক গাড়িতে সওয়ার হলেন যেটা নিজে থেকেই চলে। ড্রাইভার না হলেও চলে।
আরও পড়ুন- ১৫ মাস আগে করা ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন স্টিভ স্মিথ
মার্সিডিজ থেকে শুরু করে বিএমডব্লিউ। সচিন তেন্ডুলকরের গ্যারাজে শোভা পায় একের পর এক বিদেশি মডেল। এবার তাঁর গ্যারাজে আরও এক মডেল চলে এল। বিএমডব্লিউ-র নতুন এডিশনের ড্রাইভারলেস গাড়ি। সচিন সেই গাড়ির নিজে থেকে চলার একটি ভিডিয়ো পোস্ট করলেন। সেই গাড়ি নিজে থেকেই পার্কি হয়। সচিন তেন্ডুলকর সেই ড্রাইভারলেস গাড়িতে চড়ে রোমাঞ্চিত হলেন।
আরও পড়ুন- সিরিজ সেরার পুরস্কার Tvs Apache RR 310, চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার তারকা ক্রিকেটার
Thrilling experience to witness my car park itself in my garage. It felt like Mr. India (@AnilKapoor) had taken control!
I'm sure the rest of the weekend will be as exciting with my friends. pic.twitter.com/pzZ6oRmIAt— Sachin Tendulkar (@sachin_rt) August 2, 2019
লাল রঙের একটি মারুতি ৮০০ ছিল সচিনের জীবনের প্রথম গাড়ি। তার পর জীবনের সাফল্যের সিঁড়ি চড়তে শুরু করার পর থেকে কিনেছেন একের পর এক গাড়ি। বিলাসবহুল গাড়ির প্রতি সচিনের টান অনেকদিনের। কিছুদিন আগেই লন্ডনে তাঁকে ১১৯ বছরের পুরনো একটি গাড়ি চালাতে দেখা গিয়েছিল।