ভারতরত্ন সচিন একটু পরেই সাংবাদিকদের মুখোমুখি
শনিবার সূর্যাস্তের শেষ রঙ দেখেছে দেশ। সচিন তেন্ডুলকর। বিশ্ব ক্রিকেটের ধ্রুবতারা। অবসর নিয়েছেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে। সে দিনই ভারতের এই রত্নকে ভারতরত্ন ঘোষণা করে রাষ্ট্রপতি ভবন। রবিবার বিকেলে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন সচিন।
শনিবার সূর্যাস্তের শেষ রঙ দেখেছে দেশ। সচিন তেন্ডুলকর। বিশ্ব ক্রিকেটের ধ্রুবতারা। অবসর নিয়েছেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে। সে দিনই ভারতের এই রত্নকে ভারতরত্ন ঘোষণা করে রাষ্ট্রপতি ভবন। রবিবার বিকেলে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন সচিন।
শনিবার দর্শকে ঠাঁসা ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনযুগের অবসান। শেষবারের মত ২২ গজে ক্রিকেটের বরপুত্র। শেষবারের মতো মাথা নোয়ালেন। শেষবারের মতো আকাশে ব্যাট ওচালেন। শেষবারের মতো টিমেদের কাঁধে। রাজকীয় প্রস্থান। বললেনও অনেকটা। শেষবারের মতো...
শেষ ম্যাচে প্রত্যাশা ছিল শতরান। ঝড় উঠবে মাস্টার ব্লাস্টারের ব্যাটে। কিন্তু ৭৪ রানে প্যাভিলিয়ন ফিরতে হয় তাঁকে। সচিন ক্রিকেটকে বিদায় জানানোর কিছুক্ষণের মধ্যেই তাঁকে ভারতরত্ন ঘোষণা করে ভারত সরকার। দেশের সর্বোচ্চ নাগরিকের সম্মান। দেশের প্রথম ক্রীড়াবিদ ও কনিষ্ঠ হিসাবে এই সম্মান পাচ্ছেন সচিন।
রবিবার ২৪ বছরের বর্ণময় ক্রিকেট জীবন নিয়ে সাংবাদিক সম্মেলনে আসছেন সচিন তেন্ডুলকর। বিকেল ৪টেয় শুরু হবে সচিনের সাংবাদিক বৈঠক। সবার উত্সাহ এখন সেদিকেই, কী বলেন সচিন।