বিশ্বকাপ জিততে হলে আমার এই কথা শুনতে হবে, ভারতীয় মেয়েদের সচিনের টোটকা

তিনি সাফ জানিয়ে দিলেন, এবার বিশ্বজয় করতে হলে পুরনো ব্যাথা ভুলতে হবে।

Updated By: Mar 6, 2020, 12:42 PM IST
বিশ্বকাপ জিততে হলে আমার এই কথা শুনতে হবে, ভারতীয় মেয়েদের সচিনের টোটকা

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র দুদিন। আর মাত্র একটা হার্ডল। সেটা পেরোতে পারলেই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ভারতীয় মেয়েরা। এর আগে পুরুষদের ক্রিকেটে দেশবাসীকে বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন ধোনি, কোহলিরা। এবার মেয়েদের পালা! আশায় বুক বাঁধছে ভারতবাসী। সেমিফাইনাল ম্যাচ খেলতে হয়নি। বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছে সেমি। ইংল্যান্ডের বিরুদ্ধে না খেলেই ফাইনালে টিকিট পেয়েছে হরমনপ্রিতের দল। তবে এবার সামনে কঠিন প্রতিপক্ষ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে লড়াই যে কঠিন হবে তা আন্দাজ করতে পারছেন ভারতীয় মেয়েরা। 

মেলবোর্নে ফাইনাল খেলতে নামার আগে সচিন তেন্ডুলকরের টোটকা পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিনি সাফ জানিয়ে দিলেন, এবার বিশ্বজয় করতে হলে পুরনো ব্যাথা ভুলতে হবে। কী সেই পুরনো ব্যথা! দুবছর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন ভারতের মেয়েরা। কিন্তু ইংল্যান্ডের কাছে হারতে হয়। সচিন তাই বললেন, ''বাইরের কারও কথায় কান দিও না। চাপ নিয়ে খেলতে নামবে না। আর দুবছর আগে লর্ডসের সেই ফাইনাল ম্যাচের কথা ভুলে যেতে হবে।''

আরও পড়ুন-  বৃষ্টিতে বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে কে চ্যাম্পিয়ন হবে, জেনে নিন

সচিন ২০১১ বিশ্বকাপের স্মৃতি মনে করলেন। বললেন, ''জানি চাপ না নেওয়ার কথা বলা যতটা সহজ, করা ঠিক ততটা নয়। ২০১১ বিশ্বকাপে যখন খেলার সময় যাঁর সঙ্গেই দেখা হত বলতেন, অন্য কোনও দলের কাছে হারলেও পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু জিততে হবে। এটাই আসল চাপ। কিন্তু পেশাদার হিসাবে এরকম চাপের মুহূর্ত কাটিয়ে উঠতে জানতে হবে। হরমনপ্রিতদের বলব, ম্যাচে আগে দলের বাইরের দুনিয়ার সঙ্গে বেশি সময় কাটিয়ো না। ফাইনাল পর্যন্ত একে অন্যের সঙ্গেই থাকো। তোমার সাফল্য কামনা করি।''

.