Shane Warne Passes Away: 'খুব তাড়াতাড়ি চলে গেল', আক্ষেপ Sachin-র; বন্ধু-বিয়োগে 'বাকরুদ্ধ' Lara
প্রয়াত 'স্পিনের জাদুকর'।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটের বাইশ গজে স্পিনের জাদুতে ধরাশায়ী করেছিলেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটারকে। জীবনের ময়দানে মাত্র ৫২-তেই থামলেন কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne Passes Away)। 'খুব তাড়াতাড়ি চলে গেল', টুইট করলেন শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বন্ধুকে হারিয়ে 'বাকরুদ্ধ' ব্রায়ান লারাও (Brian Lara)।
And speechless at the moment. I literally don’t know how to sum up this situation. My friend is gone!!
We have lost one of the Greatest Sportsmen of all time!!
My condolences goes out to his family.
RIP Warnie!! You will be missed. pic.twitter.com/sQOrL9dIyM
— Brian Lara (@BrianLara) March 4, 2022
Shocked, stunned & miserable…
Will miss you Warnie. There was never a dull moment with you around, on or off the field. Will always treasure our on field duels & off field banter. You always had a special place for India & Indians had a special place for you.
Gone too young! pic.twitter.com/219zIomwjB
— Sachin Tendulkar (@sachin_rt) March 4, 2022
It’s going to take a long time to get over this loss. Legendary #ShaneWarne is not with us anymore. pic.twitter.com/r3GGYVvuG2
— Shoaib Akhtar (@shoaib100mph) March 4, 2022
তাঁর আগে অনেকে এসেছিলেন, পরেও এসেছেন। লেগ-স্পিনার হিসেবে সর্বকালের সেরাদের একজন ছিলেন শেন ওয়ার্ন। ১৫৪টি টেস্টে ৭০৮টি টেস্ট উইকেট নেওয়ার নজির রয়েছে এই ইজি ক্রিকেটারের ঝুলিতে। লাল বলের ক্রিকেটেও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। আবার ক্রিকেট জীবনে বিতর্কে জড়িয়েছেন বারবার। সম্প্রতি থাইল্যান্ডে নিজের ভিলায় থাকছিলেন ওয়ার্ন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।