মহানগর কাঁপছে সচিন জ্বরে, ক্রিকেট রূপকথার অপরাজেয় নায়ককে বিদায় জানাতে টেস্টের প্রথম দিনেই কানায় কানায় পূর্ণ ইডেন
ক্রিকেটের নন্দনকাননে সচিনের এটাই শেষ ম্যাচ। তাই মাস্টার ব্লাস্টারকে দেখতে বুধবার কানায় কানায় ভর্তি ছিল ইডেন। শুধু দেশের বিভিন্ন প্রান্ত নয়,সুদূর লন্ডন থেকেও রূপকথার নায়ককে দেখতে মাঠ ভরিয়েছিলেন তাঁর ভক্তরা এককথায় বুধবার ইডেন ছিল সচিনময়।
ক্রিকেটের নন্দনকাননে সচিনের এটাই শেষ ম্যাচ। তাই মাস্টার ব্লাস্টারকে দেখতে বুধবার কানায় কানায় ভর্তি ছিল ইডেন। শুধু দেশের বিভিন্ন প্রান্ত নয়,সুদূর লন্ডন থেকেও রূপকথার নায়ককে দেখতে মাঠ ভরিয়েছিলেন তাঁর ভক্তরা এককথায় বুধবার ইডেন ছিল সচিনময়।
সকাল থেকেই কলকাতায় সচিন জ্বর। স্বপ্নের নায়ককে একটিবার দেখার জন্য রাস্তায় দীর্ঘ অপেক্ষা করেছেন হাজারো অনুরাগী। সকলের প্রার্থনা, সেঞ্চুরি করুন ক্রিকেটের ঈশ্বর।
সকাল থেকেই গ্র্যান্ডের সামনে ছিল সচিন ভক্তদের ভিড়। ক্রিকেট ঈশ্বরকে এক ঝলক দেখে চোখকে সার্থক করার জন্য ছিল অধীর অপেক্ষা। অবশেষে সেই সময় এলো। টিম বাসের জানলায় একটি বারের জন্য দেখা গেল স্বপ্নের নায়ককে। আর তাতেই উচ্ছ্বসিত তাঁর ভক্তকূল।
সচিনের ম্যাচকে ঘিরে সকাল থেকেই ইডেন চত্ত্বরে সাজো সাজো রব। রাস্তায় ছিল সচিন ভক্তদের ভিড়। কেউ এসেছেন অসম থেকে তো কেউ এসেছেন ঝাড়খণ্ড থেকে। আবার কেউ এসেছেন সুদূর লন্ডন থেকে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। তবে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ। ইন্ডিয়ার ফিল্ডিং। সো হোয়াট তাতে ভেঙে পড়তে নারাজ কলকাতা। প্রার্থনা শুধু একটাই সেঞ্চুরি করুন সচিন।