Team India | Asian Games 2023: চিনে সোনা জয়ের লক্ষ্যই ভারতের! প্রত্যয়ী ভারতের এশিয়াড অধিনায়ক

Ruturaj Gaikwad Dreming To Win Asian Games 2023 Gold: সোনা জয়ের লক্ষ্য নিয়েই চিনে পা রাখবে তাঁর টিম ইন্ডিয়া। এশিয়াডে ভারতের মিশন জানিয়ে দিলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

Updated By: Jul 15, 2023, 07:25 PM IST
Team India | Asian Games 2023: চিনে সোনা জয়ের লক্ষ্যই ভারতের! প্রত্যয়ী ভারতের এশিয়াড অধিনায়ক
রুতুরাজ জানিয়ে দিলেন ইন্ডিয়ার টার্গেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯ তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আসর বসতে চলেছে চিনে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ার সেরা ইভেন্ট। এই নিয়ে তৃতীয়বার এই গেমস আয়োজন করবে চিন। চিনের রাজধানী বেজিংয়ে ১৯৯০ সালে এশিয়াড হয়েছে। ২০২০ সালে গুয়াংঝাউতে হয়েছে। এবার এশিয়া কাপ হবে হাংঝাউতে। এবারের এশিয়া কাপ অন্য় একটি কারণে খুব গুরুত্বপূর্ণ। এবার এশিয়াডে ক্রিকেট ফিরছে। ২০১৪ সালে ইনচিয়নে এশিয়াডে শেষবার ক্রিকেটের আসর বসেহছিল। তবে ২০১৮ সালে জাকার্তা এশিয়াড থেকে ক্রিকেট বাদ পড়েছিল। ফের এশিয়াডে থাকছে বাইশ গজের ব্যাটল। বিসিসিআই মেয়েদের পূর্ণশক্তির দল পাঠাচ্ছে, তবে পুরুষদের ক্ষেত্রে ভারতীয় নির্বাচকরা একেবারে বেঞ্চ পরখ করে নিচ্ছে। ভারতীয় পুরুষ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। 

আরও পড়ুন: Rinku Singh | Asian Games 2023: অবশেষে ডাক পেলেন ভারতীয় দলে! রইল নাইট নক্ষত্রের প্রথম প্রতিক্রিয়া

রুতুরাজ বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে, এশিয়াডে ভারতের লক্ষ্য কী! রুতুরাজ বলেন, 'আমাদের স্বপ্ন এশিয়াডে সোনা জয়। পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে চাই। আমাকে অধিনায়কত্বের সুযোগ দেওয়ার জন্য়, আমি সত্যিই ধন্য়বাদ জানাই বিসিসিআই, ম্য়ানেজমেন্ট ও নির্বাচকদের। দেশের হয়ে খেলা গর্বের ব্যাপার। ব্যক্তিগত ভাবে, আমার কাছে, এই দারুণ ইভেন্টে দেশের নেতৃত্ব দেওয়ার বিরাট সুযোগ এসেছে। দলের অন্য় সতীর্থদের কাছেও এটা বড় দিক।' এশিয়াডে একেবারে তরুণ ব্রিগেড বেছে নিয়েছেন অজিত আগরকর অ্যান্ড কোং। দলে রুতুরাজ ছাড়াও রয়েছেন একদম অল্পবয়সি রিঙ্কু সিং, তিলক বর্মা ও জীতেশ শর্মাদের মতো ক্রিকেটার। এই প্রসঙ্গে রুতুরাজ বলছেন, 'সত্যি বলতে দারুণ মজা হবে। কারণ আমরা সকলেই তরুণতুর্কী। বিগত দুই বছর আইপিএলের সৌজন্যে মিলে মিশে থাকি। এছাড়াও আমরা ইন্ডিয়া 'এ' ও ইন্ডিয়ার হয়ে খেলেছি। খুব মজাদার একটা গ্রুপ। স্কোয়াডের সকলের জন্য় রোমাঞ্চকর হতে চলেছে।'

এশিয়াডে ভারতীয় পুরুষ দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে ও প্রভসিমরন সিং। স্ট্যান্ড বাইতে আছেন- যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন। স্ট্যান্ড বাইতে আছেন: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন।

এশিয়াডে ভারতীয় মহিল দল: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অমনজ্যোত কউর, দেবিকা বৈদ্য, অঞ্জলি শ্রাবণী, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিনু মানি, কণিকা আহুজা, উমা ছেত্রী, অনুশা বারেড্ডি। স্ট্যান্ড বাইতে আছেন: হরলিন দেওল, কে গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক, পূজা বস্ত্রকর।

আরও পড়ুন: R Ashwin: বিশ্বযুদ্ধে ছিলেন ব্রাত্য! কামব্যাকেই ছোবলের পর ছোবল... রেকর্ডের ছড়াছড়ি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.