করোনা পরবর্তী ক্রিকেটে নেতৃত্ব বদল; ইংল্যান্ডের নতুন অধিনায়ক স্টোকস!

করোনা পরবর্তী সময়ে ৮ জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।

Updated By: Jun 3, 2020, 02:21 PM IST
করোনা পরবর্তী ক্রিকেটে নেতৃত্ব বদল; ইংল্যান্ডের নতুন অধিনায়ক স্টোকস!

নিজস্ব প্রতিবেদন: প্রায় চার মাস পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বাইশ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। ৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হতে চলা প্রথম টেস্টে জো রুটের পরিবর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন বেন স্টোকস।

জানা গিয়েছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট দ্বিতীয়বার বাবা হয়ে চলেছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই সম্ভবত প্রথম টেস্টে খেলবেন না জো রুট। তাই জো রুটের পরিবর্তে দলের সহ অধিনায়ক বেন স্টোকসকে অধিনায়ক করার চিন্তাভাবনা রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ECB)।

অধিনায়ক স্টোকসের প্রতি আত্মবিশ্বাসী জো রুট। তিনি বলেছেন, "আমি বিশ্বাস করি স্টোকস খুব ভালো কাজ করবে। সহ অধিনায়ক হিসেবে এরই মধ্যে ও দৃষ্টান্ত স্থাপন করেছে। কঠিন পরিশ্রম করে, প্রতিকূল পরিবেশে দলের জন্য এগিয়ে আসে। নিজে কাজ করে সেই সঙ্গে অন্যদেরও উত্সাহিত করে।" তবে এর আগে ইংল্যান্ড দলকে কখনও নেতৃত্ব দেননি স্টোকস। গতবছর অ্যাসেজ সিরিজের আগে ফের সহ অধিনায়কের দায়িত্ব ফিরে পান তিনি।  

করোনা পরবর্তী সময়ে ৮ জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটে টেস্টই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ৮ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে হবে টেস্ট সিরিজ।

আরও পড়ুন - বাইক ছেড়ে এবার নতুন প্রেমে মজেছেন মাহি!

.