ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের প্রথম একাদশে ফিরেই গোল পেলেন ওয়েন রুনি
ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের প্রথম একাদশে ফিরেই গোল পেলেন ওয়েন রুনি। চৌঠা মার্চের পর প্রথমবার রুনিকে রেখে দল সাজিয়েছিলেন রেড ডেভিলসের কোচ হোসে মোরিনহো। সুযোগ পেয়েই নিজেকে ফের আরও একবার চেনালেন রেড ডেভিলসের অন্যতম সেরা তারকা ওয়েন রুনি। রবিরার ম্যান ইউর জার্সিতে গোল করেন অ্যান্টিনি মার্শিয়ান।
ওয়েব ডেস্ক: ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের প্রথম একাদশে ফিরেই গোল পেলেন ওয়েন রুনি। চৌঠা মার্চের পর প্রথমবার রুনিকে রেখে দল সাজিয়েছিলেন রেড ডেভিলসের কোচ হোসে মোরিনহো। সুযোগ পেয়েই নিজেকে ফের আরও একবার চেনালেন রেড ডেভিলসের অন্যতম সেরা তারকা ওয়েন রুনি। রবিরার ম্যান ইউর জার্সিতে গোল করেন অ্যান্টিনি মার্শিয়ান।
আরও পড়ুন মেসি ম্যাজিক, এল ক্লাসিকোয় ক্লাসিক ফিনিশ বার্সেলোনার
বার্নলিকে দুই-শূন্য গোলে হারিয়ে ইপিএলের প্রথম চারে শেষ করার আশা বাঁচিয়ে রাখল ম্যান ইউ। একই সঙ্গে সামনের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও বেঁচে থাকল। সব মিলিয়ে রুনির গোল যেন শুধু একটা ম্যাচে জয়ই নয়, সামনের মরশুমের আশাও জাগিয়ে দিল রেড ডেভিলসের সমর্থকদের।