রুনির জোড়া গোলে ইপিএলে শীর্ষেই ম্যান ইউ

রুনির জোড়া গোলের সৌজন্য সাউদ্যাম্পটনকে দুই-এক গোলে হারিয়ে দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচ জিতে ম্যান সিটির থেকে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থান ধরে রাখল ম্যান ইউ। রুনির জোড়া গোলের সৌজন্য সাউদ্যাম্পটনকে দুই-এক গোলে হারিয়ে দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচ জিতে ম্যান সিটির থেকে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থান ধরে রাখল ম্যান ইউ।

Updated By: Feb 1, 2013, 01:09 PM IST

রুনির জোড়া গোলের সৌজন্য সাউদ্যাম্পটনকে দুই-এক গোলে হারিয়ে দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচ জিতে ম্যান সিটির থেকে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থান ধরে রাখল ম্যান ইউ। রুনির জোড়া গোলের সৌজন্য সাউদ্যাম্পটনকে দুই-এক গোলে হারিয়ে দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচ জিতে ম্যান সিটির থেকে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থান ধরে রাখল ম্যান ইউ।
রডরিগোজের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল সাদাম্পটনই। কিন্তু মাত্র পাঁচ মিনিট এই ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় তারা। কাগোয়ার পাস থেকে গোল করে ম্যাঞ্চেস্টারের হয়ে গোল করে সমতা ফেরান ওয়েন রুনি। ম্যাচের আধ ঘন্টার মধ্যেই দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে দেন সেই রুনি। ভ্যান পার্সির ফ্রিকিক প্যাট্রিক এভারা ঘুরে রুনির পায়ে এসে পড়ে। তিনটি কাঠির মধ্যে বল ঠেলতে কোনও অসুবিধা হয়নি তাঁর। এরপর দুদল বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়। এই জয়ের ফলে ম্যান সিটির থেকে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থানে রইল ম্যান ইউ।

.