রোনাল্ডোর নয়া নজির

২৪ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির পরেই আছেন রোনাল্ডো।

Updated By: Apr 19, 2018, 06:14 PM IST
রোনাল্ডোর নয়া নজির

নিজস্ব প্রতিবেদন: নজির গড়েই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের জার্সিতে টানা ১২ ম্যাচে গোল করলেন সিআরসেভেন। নিজের ফুটবল কেরিয়ারে যা প্রথমবার করলেন পর্তুগিজ সুপারস্টার। 

আরও পড়ুন- রাস্তায় দাঁড়িয়ে চিনাবাদাম বেচতেন, এখন লাখপতি ক্রিকেটার

১০ ফেব্রুয়ারী রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে লা লিগায় গোল করার পর প্রতি ম্যাচে গোল করেছেন বিশ্ব ফুটবলের সেরা তারকা। ২৪ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির পরেই আছেন রোনাল্ডো। আর্জেন্টিনীয় তারকার নামের পাশে ২৯ গোল। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করে সবার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন- 'বড় ছয়'-এ ৮ রান! ধোনির প্রস্তাবের পাল্টা দিলেল মিচেল ম্যাকক্লেনাঘান

.