এবার কী এক জার্সিতে Ronaldo, Messi? লিগের মাঝেই জল্পনা উস্কে দেশে ফিরলেন পর্তুগিজ তারকা

রোনাল্ডোর ফিরে আসার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশাজনক পারফরম্যান্সে কোনও পরিবর্তন হয়নি। এরফলেই ওলে গুনার সোলস্কজারকে (Ole Gunnar Solskjaer) ডিসেম্বরে বরখাস্ত করা হয় এবং তাঁর জায়গায় আসেন অভিজ্ঞ কোচ র‍্যাল্ফ রাঙ্গনিক (Ralf Rangnick)।

Updated By: Mar 8, 2022, 06:49 AM IST
এবার কী এক জার্সিতে Ronaldo, Messi? লিগের মাঝেই জল্পনা উস্কে দেশে ফিরলেন পর্তুগিজ তারকা

নিজস্ব প্রতিবেদন: রেড ডেভিলদের দলে কী দ্বিতীয়বার অস্তমিত হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নামক সূর্য? জানা গেছে চলতি মরসুমের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (PSG) যোগ দেওয়ার কথা ভাবছেন তিনি। রবিবার ম্যানচেস্টার সিটির (Manchester City) সঙ্গে ডার্বিতে ৩৭ বছর বয়সী এই তারকাকে বাদ দিয়েই মাঠে নামে ইউনাইটেড। পরে র‍্যাল্ফ রাঙ্গনিক (Ralf Rangnick) দাবি করেন যে চোটের তিনি এই ম্যাচে খেলতে পারেননি। যদিও কিছু প্রতিবেদনে দাবি হয়েছে যে তার কোনও রকম চোট ছিল না।

এতিহাদ স্টেডিয়ামের (Etihad Stadium) যুদ্ধে তিনি দলে থাকবেননা জানানোর পরে 'ক্ষিপ্ত'রোনাল্ডো উষ্ণ আবহাওয়ার প্রশিক্ষণের জন্য তার জন্মস্থান পর্তুগালে (Portugal) ফিরে যান।

ম্যানচেস্টার ইউনাইটেড, চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলে এই মরসুমের শেষে রোনাল্ডো ইউনাইটেড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে তিনি PSG-তে যোগ দেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি।

রোনাল্ডো তার ভবিষ্যতের কথা মাথায় রেখে পর্তুগালে উড়ে এসেছেন। ইউনাইটেড প্রিমিয়ার লিগের (Premier League) প্রথম চার দলের মধ্যে জায়গা পাওয়ার জন্য লড়াই প্রায় না থাকার কারণে তিনি তার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছেন।

আরও পড়ুন: Russia-Ukraine War: বন্ধু Sergiy Stakhovsky-র পাশে দাঁড়িয়ে মনুভবতা দেখালেন Novak Djokovic

প্রতিবেদনে বলা হয়েছে যে জুভেন্টাসের (Juventus) সঙ্গে সিরি এ-তে (Serie A) ফিরে আসার সম্ভাবনা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এবং পর্তুগিজ জায়ান্ট স্পোর্টিং লিসবনে (Sporting Lisbon) ফের যোগ দেওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ।

এরফলেই, CR7 আগামিদিনে প্যারিসে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন বলে জানা গেছে। লিওনেল মেসি (Lionel Messi) এবং নেইমারের (Neymar) সঙ্গে একসঙ্গে PSG-র একটি স্বপ্নের ফরোয়ার্ড লাইন তৈরি হওয়ার ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনা বাস্তবায়িত হবে কিনা তা জানা যাবে যদি রোনাল্ডো লিগ ১-এর (Ligue 1) অন্যতম বড় দল PSG-তে যোগ দেন।

রোনাল্ডোর ফিরে আসার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশাজনক পারফরম্যান্সে কোনও পরিবর্তন হয়নি। এরফলেই ওলে গুনার সোলস্কজারকে (Ole Gunnar Solskjaer) ডিসেম্বরে বরখাস্ত করা হয় এবং তাঁর জায়গায় আসেন অভিজ্ঞ কোচ র‍্যাল্ফ রাঙ্গনিক (Ralf Rangnick)।

র‍্যাল্ফ অন্তর্বর্তীকালীন বস হওয়ার পর থেকে রোনাল্ডোর ফর্ম বেশ খারাপ হয়েছে এবং রেড ডেভিলরা বর্তমানে লীগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। আর্সেনালের (Arsenal) থেকে তারা এক পয়েন্ট পিছিয়ে রয়েছে এবং গানারদের (Gunners) হাতে এখনও তিনটি খেলা বাকি রয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.