উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ বিন্যাসের অনুষ্ঠানে বর্ষসেরা হিসেবে রোনাল্ডোর নাম ঘোষণা করা হয়। রিয়াল মার্দিককে দু-দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর এবছরই পতুর্গালকে ইউরোপ সেরা করেছেন রোনাল্ডো। তাই এই সম্মান। পুরস্কার পাওয়ার পর গ্যারেথ বেল ও গ্রিজম্যানের প্রশংসা করেন রোনাল্ডো।
ওয়েব ডেস্ক: উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ বিন্যাসের অনুষ্ঠানে বর্ষসেরা হিসেবে রোনাল্ডোর নাম ঘোষণা করা হয়। রিয়াল মার্দিককে দু-দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর এবছরই পতুর্গালকে ইউরোপ সেরা করেছেন রোনাল্ডো। তাই এই সম্মান। পুরস্কার পাওয়ার পর গ্যারেথ বেল ও গ্রিজম্যানের প্রশংসা করেন রোনাল্ডো।
আরও পড়ুন রিও-র হল সারা, টোকিও-র হল শুরু
উয়েফার ৫৫ টি দেশের সাংবাদিকরা পাঁচ জন সেরা ফুটবলারের তালিকা জমা দিয়েছিলেন। সবচেয়ে বেশি ভোট পাওয়া ১০ ফুটবলারের মধ্যে সেরা তিনজনকে বেছে নেওয়া হয়। ৪০ টি ভোট পেয়ে সেরা রোনাল্ডো। আটটি ভোট পেয়ে দ্বিতীয় গ্রিজম্যান। তৃতীয় স্থানে গ্যারেথ বেল।
আরও পড়ুন শতরানের পর কোচ অনিলের থেকে কী উপহার পেয়েছিলেন ঋদ্ধি? জানালেন একান্ত সাক্ষাত্কারে