Rohit Sharma | Team India Selection: স্রেফ এই শর্তেই মিলবে দলে সুযোগ! নির্বাচন নিয়ে চূড়ান্ত নিদান রোহিতের

Rohit Sharma Strict Directives For Team India Selection: তরুণদের সাফ বার্তা দিয়ে দিলেন রোহিত শর্মা। খোলাখুলি বুঝিয়ে দিলেন যে, কোন শর্তে তাঁরা দলে সুযোগ পাবেন।

Updated By: Feb 27, 2024, 03:27 PM IST
Rohit Sharma | Team India Selection: স্রেফ এই শর্তেই মিলবে দলে সুযোগ! নির্বাচন নিয়ে চূড়ান্ত নিদান রোহিতের
রোহিতের সাফ বার্তা তরুণদের জন্য়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তারুণ্যের জয়গানে রাঁচিতে জয়ধ্বজা উড়িয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। বহু চর্চিত বাজবলকে বুড়ো আঙুল দেখিয়েই, ইংল্যান্ডের বিরুদ্ধে, এক ম্য়াচ হাতে রেখে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ৩-১ জিতে নিল ভারত। আর সিরিজ জিতেই টিম ইন্ডিয়ার তিন ফরম্য়াটের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক, রোহিত বিরাট কথা বলে দিলেন। সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে দিলেন যে, স্রেফ এক শর্তেই মিলবে দলে সুযোগ! নির্বাচন নিয়ে চূড়ান্ত নিদান রোহিতের।

আরও পড়ুন: Dhruv Jurel | IND vs ENG: টিভিতে দেখা বোলারদেরই তো...! খেলার শেষে অকপট সানির 'ভাবী ধোনি'

কারা দলে সুযোগ পাবেন? কোন শর্তে ছিঁড়বে শিকে? এই প্রসঙ্গে রোহিতের সাফ জবাব, 'যাদের মধ্য়ে খিদে আছে, তাদেরকেই সুযোগ দেওয়া হবে। যাদের নেই, তাদের খেলানোর কোনও মানে হয় না। এই দলে যারা আছে, আর এই দলে যারা নেই, তারা সকলেই খেলতে চায়। তবে টেস্ট ক্রিকেটে খুব কমই সুযোগ পাওয়া যায়। সেই সুযোগের সদ্ব্য়বহার করতে না পারলে, তারা চলে যায়।'

রোহিতের এই স্পষ্ট বার্তা ছিল তরুণদের জন্যই। যাদের টেস্ট ক্রিকেটের জন্য কোনও ক্ষুধা নেই। বিসিসিআই নিশ্চিত করছে যে, সমস্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়রা যেন ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে যে, বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে অংশ নেননি ঈশান কিশান। অন্যদিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি জানিয়ে দেয় যে, শ্রেয়স আইয়ারের কোনও চোট নেই। তবুও শ্রেয়স মুম্বইয়ের হয়ে খেলেননি। রোহিত বুঝিয়েই দিলেন যে, আন্তর্জাতিক ম্য়াচ খেলতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।

হায়দরাবাদে হয়েছিল ভারত-ইংল্য়ান্ড প্রথম ম্য়াচ। উপলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, রোহিত শর্মা অ্যান্ড কোং ম্য়াচটা মাঠেই রেখে এসেছিল। বেন স্টোকসরা দুরন্ত লড়ে নিজামের শহরের দখল নিয়েছিলেন। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে গিয়েছিল। ২৮ রানে হেরে ভারত সিরিজে ০-১ পিছিয়ে পড়েছিল। তবে বিশাখাপত্তনমে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। ১০৬ রানে রোহিতরা জিতে নেয় টেস্ট। রাজকোটে ইংল্য়ান্ডকে ৪৩৪ রানে হারিয়ে, সিরিজে ভারত ২-১ এগিয়ে যায়। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে দেয় রোহিতের টিম ইন্ডিয়া। আগামী ৭ মার্চ থেকে ধরমশালায় শুরু হবে পঞ্চম তথা শেষ টেস্ট।

আরও পড়ুন: Deepak Chahar: জোমাটোর ভয়ংকর 'জালিয়াতি'! অগ্নিশর্মা ভারতীয় তারকা, পোস্ট দেখে থ নেটাগরিকরা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.