অস্ট্রেলিয়ায় পৌঁছে মনখারাপ Rohit Sharma-র!
মঙ্গলবার দুবাই (Dubai) হয়ে সিডনি (Sydney)উড়ে যান তিনি। আর অস্ট্রেলিয়ার পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে গেল হিটম্যানের।
নিজস্ব প্রতিবেদন: অনেক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। মঙ্গলবার দুবাই (Dubai) হয়ে সিডনি (Sydney)উড়ে যান তিনি। আর অস্ট্রেলিয়ার পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে গেল হিটম্যানের।
সিডনির হোটেলে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে উদাস হয়ে তাকিয়ে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইনস্টাগ্রামে এমন ছবি পোস্ট করেছেন তিনি। আবার ১৪ দিনের কোয়ারেন্টিন (quarantine) পর্বের শুরু... আর সেটা ভেবেই হয়তো মন খারাপ মুম্বইকরের।
আইপিএলের (Indian Premier League) মাঝে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর তাই অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে (ODI)এবং টি-টোয়েন্টি (T20) সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। আমিরশাহিতে চোট সারিয়ে আইপিএলের (IPL) কোয়ালিফায়ার এবং ফাইনালে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর টেস্ট দলে সুযোগ পান। কিন্তু দুবাই থেকে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে সিডনি যেতে পারেননি তিনি।
আরও পড়ুন- দেশে ফিরে ফুরফুরে মেজাজে, স্ত্রী Natasa-র সঙ্গে 'dinner date'-এ Hardik
দেশে ফিরে এসে বেঙ্গালুরুর এনসিএ-তে (National Cricket Academy) ফিটনেস ট্রেনিং শুরু করেন রোহিত (Rohit Sharma)। এরপর ১১ ডিসেম্বর NCA-থেকে (NCA medical Team) সবুজ সঙ্কেত পাওয়ার পর অস্ট্রেলিয়ার উড়ান ধরেন রোহিত (Rohit Sharma)। তবে এনসিএ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ছাড়পত্র পেলেও ভারতীয় ক্রিকেট দলের (Team India) মেডিকেল টিম কোয়ারেন্টিন পর্ব শেষে রোহিতের (Rohit Sharma) ফিটনেস পরীক্ষা করবে। সেই পরীক্ষায় জানা যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি এবং ব্রিসবেন গাব্বায় শেষ দুটি টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma)খেলতে পারবেন কিনা!
আরও পড়ুন- Australia vs India, 1st Test: প্রত্যাঘাত অজিদের, পিঙ্ক টেস্টে প্রথম রাত শেষে ব্যাকফুটে Team India