Rohit Sharma | IND vs AFG: সচিনের নাম মুছে বিশ্বকাপে ইতিহাস লিখে দিলেন রোহিত

Rohit Sharma hits fastest World Cup hundred by an Indian IND vs AFG, World Cup 2023: বিশ্বকাপে ইতিহাস লিখে দিলেন রোহিত শর্মা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোহিতের আগুনে পুড়ল আফগানিস্তান।

Updated By: Oct 11, 2023, 08:32 PM IST
 Rohit Sharma | IND vs AFG: সচিনের নাম মুছে বিশ্বকাপে ইতিহাস লিখে দিলেন রোহিত
ঐতিহাসিক সেঞ্চুরির পর রোহিত। ছবি-বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG, World Cup 2023)। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করে ২৭২ রান তুলেছে। রান তাড়া করতে নেমেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও ঈশান কিশান। প্রথম উইকেটে ভারত ১৯ ওভারের মধ্যে ১৫৬ রান তুলে ফেলে। ৪৭ বলে ৪৭ করে ফিরে যান ঈশান। তবে এদিন দিল্লিতে সব আলো একাই কেড়ে নেনে 'হিটম্যান'! রোহিত বিধ্বংসী মেজাজে বেদম প্রহারের রাস্তাই বেছে নিয়েছেন। 

আরও পড়ুন: Mohammed Siraj | IND vs AFG: লজ্জার রেকর্ডে চলে গেলেন চারে! দিল্লিতে চরম দুর্দিন বিশ্বের এক নম্বরের

আফগানিস্তানের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে ৬৩ বলে তিনি করে ফেলেন ১০০ রান! আর এই ঝকঝকে সেঞ্চুরি তিনি সাজিয়ে ছিলেন ১২টি চার ও চারটি ছক্কায়। আর রোহিতের এই অসাধারণ সেঞ্চুরিই, তাঁকে বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরিকারী ব্যাটার বানিয়ে দিল। 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরকে গদিচ্যুত করে দিলেন সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা ব্য়াটার। বিশ্বকাপে এর আগে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল সচিনের। ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত বিশ্বকাপ খেলে আধুনিক ক্রিকেটের ডন হাফ ডজন সেঞ্চুরি করেছিলেন। রোহিতের চলে এল সাত নম্বর সেঞ্চুরি। বিশ্বকাপে পাঁচটি করে সেঞ্চুরি রয়েছে অজি কিংবদন্তি রিকি পন্টিং ও শ্রীলঙ্কার ব্যাটিং মায়েস্ত্রো কুমার সঙ্গাকারার। রোহিত এদিন ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ডও করলেন। বীরেন্দ্র শেহওয়াগকে টপকে গেলেন তিনি। এদিন ৮৪ বলে ১৩১ রান করে রোহিত আউট হয়ে যান। ১৬টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান রোহিত। রশিদ খানের বলে ক্লিন বোল্ড হয়ে যান রোহিত।

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিকারী ভারতীয় যাঁরা

১) রোহিত শর্মা (৬৩ বলে ১০০, বিপক্ষ আফগানিস্তান, ২০২৩ বিশ্বকাপ)
২) বীরেন্দ্র শেহওয়াগ (৮১ বলে ১০০, বিপক্ষ বারমুডা, ২০০৭ বিশ্বকাপ)
৩) বিরাট কোহলি (৮৩ বলে ১০০, বিপক্ষ বাংলাদেশ, ২০১১ বিশ্বকাপ)
৪) সচিন তেন্ডুলকর (৮৪ বলে ১০০, বিপক্ষ কেনিয়া, ১৯৯৯ বিশ্বকাপ)
৫) শিখর ধাওয়ান (৮৪ বলে ১০০, বিপক্ষ আয়ারল্যান্ড, ২০১৫ বিশ্বকাপ)

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
 

আরও পড়ুন: IND vs AFG | World Cup 2023: কেন আফগানরা হাতে কালো কাপড় বেঁধে খেলছেন ভারতের বিরুদ্ধে?

.