সেঞ্চুরি রোহিতের, ডাবল করতে সময়, বল দুটোই আছে

সেঞ্চুরি রোহিতের। আগের ম্যাচেই খেলেছিলেন অপরাজিত ১৭১ রানের ইনিংস। আর এদিন যেন সেই মেজাজেই ব্যাট করছেন, যেখান থেকে ডাবল সেঞ্চুরিও করা যায়। আপাতত রোহিত ১০০ অপরাজিত। করেছেন ১১১ বলে। মেরেছেন ৩ টে ছক্কা এবং ৮ টা চার। রোহিতের সঙ্গে ক্রিজে রয়েছেন রাহানে। (৩৬)। ভারতের রান ৩৭ ওভারে ২ উইকেটে ২০৪। এদিনও সাবলীল খেলছিলেন বিরাট। মনে হচ্ছিল, সেঞ্চুরিটা আজ পেয়ে যাবেন। কিন্তু থেমে যেতে হল ৫৯ রানেই।

Updated By: Jan 15, 2016, 11:32 AM IST
 সেঞ্চুরি রোহিতের, ডাবল করতে সময়, বল দুটোই আছে

ওয়েব ডেস্ক: সেঞ্চুরি রোহিতের। আগের ম্যাচেই খেলেছিলেন অপরাজিত ১৭১ রানের ইনিংস। আর এদিন যেন সেই মেজাজেই ব্যাট করছেন, যেখান থেকে ডাবল সেঞ্চুরিও করা যায়। আপাতত রোহিত ১০০ অপরাজিত। করেছেন ১১১ বলে। মেরেছেন ৩ টে ছক্কা এবং ৮ টা চার। রোহিতের সঙ্গে ক্রিজে রয়েছেন রাহানে। (৩৬)। ভারতের রান ৩৭ ওভারে ২ উইকেটে ২০৪। এদিনও সাবলীল খেলছিলেন বিরাট। মনে হচ্ছিল, সেঞ্চুরিটা আজ পেয়ে যাবেন। কিন্তু থেমে যেতে হল ৫৯ রানেই।
এর আগে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচের মতো এদিনও তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছেন, ওপেনার শিখর ধাওয়ান। তাঁর খারাপ ফর্ম অব্যাহত। এদিন করলেন ৪ বলে ৬ রান। আআউট হলেন প্যারিসের বলে।

.