England vs India: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্টার ক্রিকেটাররা খেলবেন না প্রথম টি-২০ ম্যাচ!
টেস্ট শেষ হওয়ার ঠিক দু'দিন পর ৭ জুলাই থেকে শুরু টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ সাউদাম্পটনের রোজ বোলে। ৯ জুলাই দ্বিতীয় টি-২০ ম্যাচ এজবাস্টনে।
নিজস্ব প্রতিবেদন: বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। আগামী শুক্রবার থেকে শুরু গতবছরের অসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।টেস্টের পরেই ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেটে ডজন ম্যাচ খেলবে। হবে তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ।
টেস্ট শেষ হওয়ার ঠিক দু'দিন পর ৭ জুলাই থেকে শুরু টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ সাউদাম্পটনের রোজ বোলে। ৯ জুলাই দ্বিতীয় টি-২০ ম্যাচ এজবাস্টনে। জানা গিয়েছে যে, ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের প্রথম টি-২০ ম্যাচে বিশ্রাম দিতে চাইছেন নির্বাচকরা। টেস্টের পর তিনদিন বিশ্রাম পাবেন বিরাট কোহলি, রোহিত শর্মা (যদি ফিট হয়ে ওঠেন), জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে ভারতীয় দল খেলেছিল সেই দলের অধিকাংশ খেলোয়াড়ই টি-২০ সিরিজে থাকবে।
সংবাদসংস্থা পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে বলেছে, "আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে যারা খেলেছে, তারাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে থাকছে। দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের স্টার প্লেয়াররা (ফিট থাকলে রোহিত, বুমরা, পন্থ ও জাদেজা) প্রত্যাবর্তন করবে। ভাল মতো বিশ্রামের পরেই সাদা বলের ফরম্যাটে নিয়মিত দলের সদস্য হবেন তাঁরা। কিন্তু আয়ারল্যান্ডে খেলা অধিকাংশ ভারতীয় ক্রিকেটাররাই টি-২০ সিরিজের শেষ পর্যন্ত থেকে যাবে।"
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে ছিলেন যাঁরা: হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার , ঈশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।
আরও পড়ুন: Umran Malik: বিশ্বের গতির রাজাদের সঙ্গে কোন তালিকায় রয়েছেন 'শ্রীনগর এক্সপ্রেস'? ছবিতে দেখুন
আরও পড়ুন: Mohammed Shami: টি-২০ বিশ্বকাপের ভাবনায় নেই মহম্মদ শামি! চলে এল বড় আপডেট